আইসিইউ বেডের সংকট চরমে

কোভিড-১৯ রোগীদের জন্যে বরাদ্দ আইসিইউ বেড সারাদেশে আর অল্প কিছু ফাঁকা আছে। রাজধানীর বাইরে স্বাস্থ্যসেবার চরম ঘাটতি। আর এর মধ্যেই কোভিড-১৯ রোগী আর মৃত্যুর নতুন রেকর্ড গড়ছে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সংক্রমণ আরও বাড়লে হাসপাতালে আর জায়গা থাকবে না। ঈদকালীন বিধিনিষেধের শিথিলতার পর সেই দুঃস্বপ্ন এখন সত্যি হচ্ছে।

 

কোভিড-১৯ রোগীদের জন্যে বরাদ্দ আইসিইউ বেড সারাদেশে আর অল্প কিছু ফাঁকা আছে। রাজধানীর বাইরে স্বাস্থ্যসেবার চরম ঘাটতি। আর এর মধ্যেই কোভিড-১৯ রোগী আর মৃত্যুর নতুন রেকর্ড গড়ছে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সংক্রমণ আরও বাড়লে হাসপাতালে আর জায়গা থাকবে না। ঈদকালীন বিধিনিষেধের শিথিলতার পর সেই দুঃস্বপ্ন এখন সত্যি হচ্ছে।

এরকম অবস্থায় কোভিড-১৯ এ আক্রান্ত প্রিয়জনকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা কি এদেশের মানুষ দিতে পারবে? চিকিৎসার অভাবে যাতে কাছের মানুষ হারাতে না হয়, তা নিশ্চিত করতে কী করছে সরকার?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে মহামারির এই ভয়ংকর সময়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মওদুদ আহম্মেদ সুজন।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

4h ago