পেশায় তিনি অভিনেতা, তবে মানুষ চেনে রবিনহুড নামে, কুকুর-বিড়ালের রবিনহুড! ঢাকার খিলগাঁও এলাকার আফজাল খান ২০১০ সাল থেকে মালিকহীন অসহায় ও অসুস্থ কুকুর-বিড়ালদের উদ্ধার করে নিজ বাড়িতে আশ্রয় দেন।
এখন তার আশ্রমে রয়েছে ৫৩টি বিড়াল ও কুকুর। সবগুলোই শারীরিক বা মানসিকভাবে অসুস্থ। অসুস্থ এই প্রাণীগুলোকে পরিচর্যা ও চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তাদের আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেন প্রাণীপ্রেমী আফজাল।
Comments