করোনায় মারা গেছেন কথাসাহিত্যিক ইফ্‌ফাত আরা

কথাসাহিত্যিক ও ‘দ্বিতীয় চিন্তা’র সম্পাদক ইফ্‌ফাত আরা করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে গতকাল শনিবার রাতে মারা গেছেন।
ইফ্‌ফাত আরা। ছবি: সংগৃহীত

কথাসাহিত্যিক ও 'দ্বিতীয় চিন্তা'র সম্পাদক ইফ্‌ফাত আরা করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে গতকাল শনিবার রাতে মারা গেছেন।

স্বাধীনতা-পরবর্তী প্রান্তিক সাহিত্য সংস্কৃতিতে নারী জাগরণে তার ভূমিকা অসামান্য।

আজ রোববার ইফ্‌ফাত আরার ছেলে অনুবাদক ও কথাসাহিত্যিক ফয়জুল লতিফ চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, 'আম্মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। প্রধানত পার্কিনসেন্স রোগে ভুগছিলেন। নানান শারীরিক জটিলতার মধ্যে গত দুই সপ্তাহ ধরে তিনি করোনায় আক্রান্ত ছিলেন।'

'কিছুটা ভালোর দিকে যাচ্ছিলে। এর মধ্যে গতকাল রাত ১১টায় এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান,' যোগ করেন তিনি।

লেখক, সমাজকর্মী ও বাংলা সাহিত্যের অন্যতম সংগঠক শামসুন নাহার ইফ্‌ফাত আরা, ইফ্‌ফাত আরা নামে লেখালেখির জগতে পরিচিত। তিনি কিশোরগঞ্জ শহরে ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন।

১৯৬৬ সালে তিনি অল পাকিস্তান ওমেনস অ্যাসোসিয়েশনস এর সদস্যপদ পাওয়ার পর থেকে সামাজিক উন্নয়নমূলক কাজে আরও সক্রিয় হন। ১৯৭৯ সালে আনন্দমোহন কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ পাস করেন।

ইফ্‌ফাত আরার সাহিত্য জীবন শুরু হয় ১৯৫০ সালের শেষে ছোটগল্প প্রকাশের মধ্য দিয়ে।

১৯৮৮ সালে 'চিন্তা' নামে মাসিক সাহিত্যবিষয়ক পত্রিকা প্রকাশ করেন।

পরবর্তীতে পত্রিকাটি 'দ্বিতীয় চিন্তা' নামে পরিবর্তিত হয়। দ্রুত সময়ে তার পত্রিকা প্রকাশের স্থান হয়ে ওঠে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও শেরপুরের সাহিত্যচর্চার কেন্দ্রস্থল।

১৯৮৯ সালে দুই খণ্ডে 'বাংলাদেশের জনপ্রিয় কবিতা' সংকলন বোদ্ধা মহলে তাকে পরিচিতি দেয়। ১৯৯৯ সালের কবি জীবনানন্দ দাশের জন্মশতবার্ষিকী উপলক্ষে 'দ্বিতীয় চিন্তা' বিশেষ সংখ্যা প্রকাশ করলে তা সাহিত্যপ্রেমীদের মধ্যে সাড়া ফেলে।

Comments

The Daily Star  | English

Pollution claims 2.72 lakh lives in one year

Alarming levels of air pollution, unsafe water, poor sanitation, and exposure to lead caused over 2.72 lakh premature deaths in Bangladesh in 2019.

1h ago