ধলেশ্বরীর কালো মৃত্যু!

সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়া শিল্প নগরীর বিষাক্ত তরল বর্জ্য ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছে। নদী দূষণের ফলে মাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। আশপাশের আবাদি জমিও উর্বরতা হারাচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হওয়ায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এই চামড়া শিল্প নগরী বন্ধের সুপারিশ করেছে।
ছবি: পলাশ খান/স্টার

সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়া শিল্প নগরীর বিষাক্ত তরল বর্জ্য ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছে। নদী দূষণের ফলে মাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। আশপাশের আবাদি জমিও উর্বরতা হারাচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হওয়ায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এই চামড়া শিল্প নগরী বন্ধের সুপারিশ করেছে।

ছবিটি গত সপ্তাহে তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী পলাশ খান।

Comments

The Daily Star  | English

Pak PM lauds Bangladesh’s economic progress

Says ‘we feel ashamed when we look towards them’

49m ago