চকচকে মার্বেল, ঝলমলে শৈশব

হাত থেকে কৌশলে শূন্যে ছুড়ে দেওয়া মার্বেলের গতিপথ অনুসরণে ব্যস্ত শিশুটি। গ্রাম-বাংলার তুমুল জনপ্রিয় এই খেলা এখন আর সচরাচর চোখে পড়ে না। কালের পরিক্রমায় কোথায় যেন হারিয়ে যেতে বসেছে শৈশব রাঙানো সেসব খেলা। তবে গত মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গার তীরে কয়েকটি শিশুকে চকচকে মার্বেল হাতে তুমুল দুরন্তপনায় মেতে উঠতে দেখা যায়।
ছবি: পলাশ খান/স্টার

হাত থেকে কৌশলে শূন্যে ছুড়ে দেওয়া মার্বেলের গতিপথ অনুসরণে ব্যস্ত শিশুটি। গ্রাম-বাংলার তুমুল জনপ্রিয় এই খেলা এখন আর সচরাচর চোখে পড়ে না। কালের পরিক্রমায় কোথায় যেন হারিয়ে যেতে বসেছে শৈশব রাঙানো সেসব খেলা। তবে গত মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গার তীরে কয়েকটি শিশুকে চকচকে মার্বেল হাতে তুমুল দুরন্তপনায় মেতে উঠতে দেখা যায়।

ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী পলাশ খান।

Comments

The Daily Star  | English

Pollution claims 2.72 lakh lives in one year

Alarming levels of air pollution, unsafe water, poor sanitation, and exposure to lead caused over 2.72 lakh premature deaths in Bangladesh in 2019.

2h ago