সাক্ষাৎকারের মাঝপথে চলে গেলেন ট্রাম্প

মিথ্যা বলার জেরে বেশ কয়েকবার নিজের সংবাদ সম্মেলন ছেড়ে চলে গিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারও একই কারণে তিনি দেশটির শীর্ষ সংবাদমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) সাক্ষাৎকার দেওয়ার মাঝপথে চলে যান।
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মিথ্যা বলার জেরে বেশ কয়েকবার নিজের সংবাদ সম্মেলন ছেড়ে চলে গিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারও একই কারণে তিনি দেশটির শীর্ষ সংবাদমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) সাক্ষাৎকার দেওয়ার মাঝপথে চলে যান।

গতকাল বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার এনপিআর-এ নির্ধারিত ১৫ মিনিটের সাক্ষাৎকারের ৯ মিনিটের মাথায় বিরক্ত হয়ে চলে যান ট্রাম্প।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে 'ভোট কারচুপির' বিষয়ে ট্রাম্পের দাবি বারবার মিথ্যা প্রমাণিত হওয়া নিয়ে সঞ্চালক স্টিভ ইনসকিপ প্রশ্ন করলে বিরক্ত হন সাবেক প্রেসিডেন্ট।

সাক্ষাৎকারটির ভিডিওতে দেখা যায়, ট্রাম্পকে স্টিভ বলছেন—'আপনি কি আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদেরকে আগের নির্বাচন নিয়ে আপনার অভিযোগ তুলে ধরতে বলছেন?'

এরপর বিরক্ত হয়ে ট্রাম্প বলেন, 'তাদের যা খুশি তাই করুক।'

তিনি আরও বলেন, 'জনগণ বুঝতে পারছে না এটা কত বড় ইস্যু। তারা চায় না এমন ঘটনা আবার ঘটুক। এমনটি ঘটতে দেওয়া উচিত না।'

সঞ্চালক আলোচনাটি এগিয়ে নিতে চাইলে ট্রাম্প বলেন, '২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির সমস্যাটি আপনাদের আগে সমাধান করতে হবে।'

এরপর, স্টিভকে ধন্যবাদ দিয়ে সাক্ষাৎকারের মাঝপথে উঠে আসেন তিনি।

Comments

The Daily Star  | English

Submarine cable breakdown disrupts Bangladesh internet

It will take at least 2 to 3 days to resume the connection

39m ago