
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
বাফেলো পুলিশের বরাত দিয়ে এপি জানিয়েছে, টপস নামের ওই সুপার মার্কেটটিতে থাকা বেশ কয়েকজনকে গুলি করা হয়েছে। তবে কতজন হতাহত হয়েছেন তার সঠিক হিসাব এখনো জানা যায়নি। এ ছাড়া অভিযুক্ত বন্দুকধারীকে আটক করা হলেও তার পরিচয় জানা যায়নি।
এপি পুলিশ কর্মকর্তা এবং ওই সুপারমার্কেটের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
একজন কর্মকর্তার বরাত দিয়ে এপি জানিয়েছে, বন্দুকধারী একটি রাইফেল নিয়ে সুপার মার্কেটে প্রবেশ করে গুলি চালান।
তবে গুলি চালানোর কারণ সম্পর্কে এখনো স্পষ্ট করে কিছু যানা যায়নি বলেও জানান তিনি।
Comments