যুক্তরাষ্ট্রে ডেনভারে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রে ডেনভারে অজ্ঞাত বন্দুকধারী ৪ জনকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ ৩ জন আহত হয়েছেন। পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে ওই বন্দুকধারীও নিহত হয়েছেন।
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে ডেনভারে অজ্ঞাত বন্দুকধারী ৪ জনকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ ৩ জন আহত হয়েছেন। পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে ওই বন্দুকধারীও নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ প্রধান পল পাজেন এক সংবাদ সম্মেলনে বলেন, তদন্তকারীরা এখনো এই হামলার কারণ খুঁজে বের করতে পারেনি। বিকেল পাঁচটার দিকে বন্দুকধারী ডেনভারের কেন্দ্রস্থলের কাছে ২ নারীকে গুলি করে হত্যা করে এবং এক ব্যক্তিকে আহত করে।

পাজেন আরও বলেন, এরপর ওই ব্যক্তি একটি গাড়িতে করে পালিয়ে যায় এবং পূর্ব ডেনভারের চিজম্যান পার্ক এলাকায় এক ব্যক্তিকে গুলি করে। এর আগে, পশ্চিম ডেনভারের একটি দলকে লক্ষ্য গুলি চালায়। পাজেনের মতে, বন্দুকধারী তার গাড়ি থেকে দু'বার বন্দুক বদল করে। সে একটি পুলিশ ক্রুজারও নিষ্ক্রিয় করে।

লেকউড পুলিশের মুখপাত্র জন রোমেরো জানিয়েছেন, সেখান থেকে বন্দুকধারী গাড়ি চালিয়ে পার্শ্ববর্তী লেকউড শহরে প্রবেশ করে এবং চতুর্থ ব্যক্তিকে গুলি করে হত্যা করে।

রোমেরো বলেন, বন্দুকধারীকে ধরার চেষ্টা করা হলে একটি হোটেলে প্রবেশের আগে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বন্দুকযুদ্ধ জড়ায়। তখন সে একজন কেরানিকে গুলি করে আহত করে। সেখানে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়।

রোমেরো সাংবাদিকদের বলেন, এরপর সে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে আবার গুলি করে। ফলে, তাদের মধ্যে একজন আহত হয়। আহত কর্মকর্তা ও বেসামরিক নাগরিকদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Comments

The Daily Star  | English

NBR suspends Abdul Monem Group's import, export

It also instructs banks to freeze the Group's bank accounts

1h ago