করোনার বুস্টার ডোজে যেকোনো টিকার অনুমোদন এফডিএ’র

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) করোনার বুস্টার ডোজ হিসেবে মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন দিয়ে বলেছে এছাড়াও, পূর্বে একজন ২ ডোজ যে টিকা নিয়েছেন তিনি বুস্টার ডোজ হিসেবে সেই টিকাও নিতে পারবেন।
ছবি: রয়টার্স ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) করোনার বুস্টার ডোজ হিসেবে মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন দিয়ে বলেছে এছাড়াও, পূর্বে একজন ২ ডোজ যে টিকা নিয়েছেন তিনি বুস্টার ডোজ হিসেবে সেই টিকাও নিতে পারবেন।

গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল এফডিএ'র এই অনুমোদন যুক্তরাষ্ট্রে লাখো মানুষের বাড়তি সুরক্ষা দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে দেশটিতে ফুল ডোজ টিকা নেওয়া অনেককে আক্রান্ত হতে দেখা যাচ্ছে।

এর আগে এফডিএ বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা অনুমোদন দিয়েছিল। টিকার প্রথম ডোজ নেওয়ার ৬ মাস পর ৬৫ বছর ও এর বেশি বয়সীদের বাড়তি সুরক্ষা দিতে এই অনুমোদন দেওয়া হয়েছিল।

গত সপ্তাহে সংস্থাটির উপদেষ্টা পর্ষদ একই বয়সের মানুষের জন্যে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ হিসেবে মডার্নার টিকা অনুমোদনের পক্ষে ভোট দেয়।

পাশাপাশি, প্রথম ডোজে অন্য টিকা নেওয়ার ২ মাস পর দ্বিতীয় হিসেবে জনসন অ্যান্ড জনসনের টিকা নেওয়ার অনুমোদনও দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে এফডিএ ও সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন'র (সিডিসি) ওপর খানিকটা চাপ ছিল। কেননা, গত আগস্টে হোয়াইট হাউস দেশব্যাপী বুস্টার ডোজের কর্মসূচি ব্যাপক আকারে নেওয়ার পরিকল্পনা হাতে নেয়।

তবে মিশ্র টিকা নেওয়ার ওপর সমীক্ষা চালানোর পর এই অনুমোদন দেওয়া হলো। সম্প্রতি, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ ৪৫৮ জনের ওপর পরীক্ষামূলকভাবে ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা প্রয়োগ করে যে তথ্য পেয়েছে তার ওপর ভিত্তি করে এফডিএ'র উপদেষ্টা পর্ষদ এই অনুমোদন দিয়েছে।

এর আগে যুক্তরাজ্য মিশ্র (মিক্স অ্যান্ড ম্যাচ) টিকা ব্যবহারের কর্মকৌশল গ্রহণ করে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

4h ago