যুক্তরাষ্ট্র

ওমিক্রন: যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ১ লাখ ৩২ হাজার রোগী হাসপাতালে

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার রেকর্ড ১ লাখ ৩২ হাজার ৬৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার রেকর্ড ১ লাখ ৩২ হাজার ৬৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এর আগে গত বছর জানুয়ারিতে দেশটিতে সর্বোচ্চ ১ লাখ ৩২ হাজার ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ বেড়ে গেছে।

ডিসেম্বরের শেষ দিকে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে গেছে এবং গত তিন সপ্তাহে প্রায় দ্বিগুণ হয়েছে।

রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, ডেলাওয়্যার, ইলিনয়, মেইন, মেরিল্যান্ড, মিসৌরি, ওহাইও, পেনসিলভানিয়া, পুয়ের্তো রিকো, ভার্জিন দ্বীপপুঞ্জ, ভার্মন্ট, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি এবং উইসকনসিনের হাসপাতালগুলোতে সম্প্রতি রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে গত সপ্তাহে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ওমিক্রনের কারণে সামনের দিনগুলোতে হাসপাতালের ওপর চাপ পড়তে পারে।

দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৭০০ জন মারা যাচ্ছে বলে রয়টার্সের বিশ্লেষণে উঠে এসেছে।

Comments

The Daily Star  | English

Faridpur bus-pickup collision: The law violations that led to 13 deaths

Thirteen people died in Faridpur this morning in a head-on collision that would not have happened if operators of the vehicles involved had followed existing laws and rules

32m ago