এফবিআই’র ইমেইল সিস্টেম হ্যাক, হাজারো বার্তা পাঠিয়েছে হ্যাকাররা

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ইমেইল সিস্টেম হ্যাক করে হাজারো মানুষকে সম্ভাব্য সাইবার আক্রমণের সতর্কবাণী সম্বলিত বার্তা পাঠানো হয়েছে।
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ইমেইল সিস্টেম হ্যাক করে হাজারো মানুষকে সম্ভাব্য সাইবার আক্রমণের সতর্কবাণী সম্বলিত বার্তা পাঠানো হয়েছে।

গতকাল শনিবার হ্যাকাররা এ কাজ করেছে বলে এফবিআইর নিরাপত্তা বিশেষজ্ঞদের বরাতে জানিয়েছে রয়টার্স।

এফবিআই একটি বিবৃতিতে জানায়, চালু আছে এমন কিছু ইমেইল অ্যাকাউন্ট থেকে ভুয়া ইমেইলগুলো পাঠানো হয়। ইমেইলের শেষে @ আইসি ডট এফবিআই ডট জিওভি দেখে মেইল অ্যাকাউন্টের বৈধতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

এফবিআই আরও জানায়, ঘটনা সম্পর্কে জানার পর এর সঙ্গে সংশ্লিষ্ট হার্ডওয়্যার শিগগির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে 'পরিস্থিতি এখনও চলমান' বলে জানিয়েছে তারা।

সাইবার ঝুঁকি নিরীক্ষক প্রতিষ্ঠান স্প্যামহস প্রজেক্ট একটি টুইটার বার্তায় জানায়, হ্যাকাররা সম্ভাব্য সাইবার হামলা সম্পর্কে সতর্কবাণী সম্বলিত প্রায় ১০ হাজার ইমেইল পাঠিয়েছে।

স্প্যামহস টুইটারে ইমেইলের একটি অনুলিপি প্রকাশ করেছে। বার্তার শেষে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর থেকে ইমেইলটি পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়।

এফবিআই বিবৃতিতে বলেছে, তাদের সাইবার নিরাপত্তা ও অবকাঠামোগত নিরাপত্তা সংস্থা উভয়েই এ ঘটনা সম্পর্কে অবগত আছে।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

32m ago