যুক্তরাজ্য

রাশিয়ার সঙ্গে ‘আকস্মিক যুদ্ধের’ ঝুঁকি দেখছেন ব্রিটেনের সেনা প্রধান

রাশিয়ার সঙ্গে পশ্চিমের দেশগুলোর ‘আকস্মিক যুদ্ধের’ ঝুঁকি শীতল যুদ্ধের পরবর্তী যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি বলে মন্তব্য করেছেন ব্রিটেনের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল স্যার নিক কার্টার।
স্যার নিক কার্টার। ছবি: রয়টার্স ফাইল ফটো

রাশিয়ার সঙ্গে পশ্চিমের দেশগুলোর 'আকস্মিক যুদ্ধের' ঝুঁকি শীতল যুদ্ধের পরবর্তী যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি বলে মন্তব্য করেছেন ব্রিটেনের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল স্যার নিক কার্টার।

আজ রোববার সিএনএন'র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, টাইমস রেডিওকে এক সাক্ষাৎকারে জেনারেল নিক কার্টার বলেন, 'আমি মনে করি, বিশ্ব শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতার ধরন পাল্টে গেছে। এর ফলে আগের যেকোনো সময়ের তুলনায় এখন উত্তেজনা বেশি।'

তিনি আরও বলেন, 'আমরা যখন বেড়ে উঠছিলাম তখন পৃথিবী ২ ভাগে বিভক্ত ছিল। একদিকে ছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন অন্যদিকে পশ্চিমের দেশগুলো। এরপর আমরা এক কেন্দ্রিক ব্যবস্থায় ঢুকে পড়ি।'

'আমি মনে করি, এখন আমরা বহুমুখী বিশ্ব-ব্যবস্থায় রয়েছি। একেক জাতি একেক দৃষ্টিভঙ্গি ও এজেন্ডা নিয়ে চলছে। ফলে উত্তেজনার ঝুঁকি অনেক অনেক বেড়ে গেছে।'

অহেতুক উত্তেজনা বাড়িয়ে দেওয়া থেকে রাজনৈতিক নেতাদের বিরত থাকার ওপর গুরুত্ব দিয়ে জেনারেল কার্টার বলেন, 'তাদের হিসাবে ভুল হয়ে যেতে পারে।'

'শীতল যুদ্ধের সময় দেখেছি কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করা হতো। এখন তা নেই। কূটনৈতিক উপায়ে সমাধানের দিকে না গেলে যুদ্ধের উত্তেজনা অনেক বেড়ে যায়। তখন হিসাব-নিকাশে ভুল হয়ে যেতে পারে,' যোগ করেন তিনি।

পোল্যান্ড ও বেলারুশের সীমান্তে চলমান অভিবাসী সংকটে রাশিয়ার হাত আছে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে জেনারেল কার্টার বলেন, 'আমি তা ঠিক জানি না। তবে এমনটি হলে বিস্মিতও হবো না।' তার মতে, 'এখন যুদ্ধের ধরনও পাল্টে গেছে।'

তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পোল্যান্ড-বেলারুশ সীমান্ত সংকটে তার কোনো সংযোগ থাকার কথা অস্বীকার করেছেন। গতকাল শনিবার তিনি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রাশিয়া২৪-কে বলেন, 'এ বিষয়ে (রাশিয়ার) কিছুই করার নেই।'

তিনি আরও বলেন, 'কোথাও কোনো সংকট হলে সবাই আমাদের ওপর দায় চাপাতে চায়।'

Comments

The Daily Star  | English

Dos and Don’ts during a heatwave

As people are struggling, the Met office issued a heatwave warning for the country for the next five days

4h ago