মরক্কোর সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করল ইসরায়েল

সম্পর্ক স্বাভাবিক করতে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের সাত মাস পর রবিবার থেকে মরক্কোর সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করেছে ইসরায়েল।
ইসরায়েলি পর্যটকরা প্রথম সরাসরি বাণিজ্যিক ফ্লাইটে মরক্কোর মেনারা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ছবি: এএফপি

সম্পর্ক স্বাভাবিক করতে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের সাত মাস পর রবিবার থেকে মরক্কোর সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করেছে ইসরায়েল।

রবিবার ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট তাদের এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

জেরুজালেম পোস্ট জানায়, এল আল এবং ইসরাইর উভয়ই রবিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে মারাকেশে প্রথম ফ্লাইট চালু করে।

এর আগে, গত ডিসেম্বরে চুক্তির পর জেরুজালেম ও রাবাত সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদানের সঙ্গেও একই ধরনের চুক্তি হয়।

গত বছরের ২২ ডিসেম্বর হোয়াইট হাউসের তৎকালীন জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের নেতৃত্বে আমেরিকান ও ইসরায়েলি প্রতিনিধিদল নিয়ে দুই দেশের মধ্যে প্রথমবারের মতো ফ্লাইট চালু হয়েছিল। আজ রোববার যাত্রী নিয়ে স্বাভাবিক বাণিজ্যিক ফ্লাইট চালু হলো।

ইসরাইরের ফ্লাইটটি সকাল ৮টা ১৫ মিনিটে ইসরাইল ছেড়ে যায়। এই ফ্লাইটে ঐতিহ্যবাহী মরোক্কোর পোশাক পরিহিত স্টুয়ার্ড ছিলেন এবং মরোক্কোর খাবার পরিবেশন করা হয়।

অন্যদিকে এল আল ফ্লাইটটি সকাল ১১টা ২০ মিনিটে যাত্রা করে। এটি মরোক্কোর পতাকা এবং কার্পেট দিয়ে সাজানো ছিল।

ইসরায়েলের পর্যটন মন্ত্রী ইয়োল রাজভোগোভ বলেন, 'ইসরায়েল-মরক্কো রুট একটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য লাইন যা দুই দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য এবং অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা চুক্তিকে উৎসাহিত করতে সহায়তা করবে।'

মারাকেশের মেনারা বিমানবন্দরে ফ্লাইটগুলো প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সময় নেবে এবং টিকিটের মূল্য শুরু পাঁচশ ডলার থেকে। এল আল এবং ইসারাইর প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

4h ago