করোনা আক্রান্ত ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী, একদিনে শনাক্ত ৬৯ হাজার

ইসরায়েলে একদিনে ৬৯ হাজার ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছে বলে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৬৩৮ জনের অবস্থা গুরুতর এবং ১২৩ জন ভেন্টিলেটরে আছেন।
বেনি গান্তজ। ছবি: রয়টার্স

ইসরায়েলে একদিনে ৬৯ হাজার ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছে বলে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৬৩৮ জনের অবস্থা গুরুতর এবং ১২৩ জন ভেন্টিলেটরে আছেন।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, বর্তমানে যারা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি তাদের মধ্যে ৮৪ শতাংশে বয়স ৬০ বছরের বেশি বয়সী। মাত্র ১ শতাংশ ০-৪ বছরের মধ্যে। অন্যদের বয়স ১৯-৫৯ বছরের মধ্যে।

দেশটিতে শুক্রবার পর্যন্ত গুরুতর অসুস্থদের মধ্যে ৫৫ শতাংশ ৩ ডোজ ভ্যাকসিন পেয়েছেন এবং তাদের মধ্যে ২৪ শতাংশ কোনো ভ্যাকসিন নেননি।

শুক্রবার সকালে প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজের করোনায় আক্রান্ত হয়েছেন। তবে, তিনি ভালো আছেন বাসা থেকে ইসরায়েলের নিরাপত্তা পরিচালনা এবং তদারকি চালিয়ে যাবেন। গান্টজ সর্বশেষ গত ১৭ জানুয়ারি নেসেটে ছিলেন।

Comments