করোনায় ধুকছে ইসরায়েল, একদিনে সংক্রমণের রেকর্ড

ইসরায়েলে করোনার সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। দেশটিতে একদিনে ৮৩ হাজার ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা দেশটিতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
ইসরায়েলের একজন স্বাস্থ্যকর্মী এক ব্যক্তির কাছ থেকে নমুনা নিচ্ছেন। ১৩ এপ্রিল, ২০২১। ছবি: রয়টার্স

ইসরায়েলে করোনার সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। দেশটিতে একদিনে ৮৩ হাজার ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা দেশটিতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

আজ সোমবার বিকেলে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ৩ লাখ ৫৭ হাজার ৭৪০টি নমুনা পরীক্ষায় ৮৩ হাজার ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩.২৩ শনাক্ত। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট ২৩ লাখ ৮০ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে।

ইসরায়েলে করোনায় মারা গেছেন ৮ হাজার ৪৫৮ জন এবং গত সপ্তাহে মারা গেছেন ১১০ জন। বর্তমানে ১ লাখ ৯১ হাজার ৮৬১ জন আইসোলেশনে আছেন। তাদের মধ্যে ৮ হাজার ৩৪০ জন স্বাস্থ্য বিভাগের আওতায়।

করোনার সংক্রমণ বাড়ায় বাস ও ট্রেন পরিষেবা শ্রমিকদের অভাবে বিলম্বিত হচ্ছে এবং সময়সূচীতে পরিবর্তন অব্যাহত আছে।

গত কয়েক সপ্তাহে অন্যান্য রাজনীতিবিদদের মতো পর্যটন মন্ত্রী ইয়োয়েল রাজভোজভ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপমন্ত্রী আবির কারা করোনায় আক্রান্ত হয়েছেন। তবে, দু'জনেই জানিয়েছেন- তারা ভালো আছেন।

ইসরায়েলের সংবিধান, আইন ও বিচার কমিটি রোববার একটি বিধিনিষেধে অনুমোদন করেছে। সব ধরেনর সমাবেশ ও অফিসিয়াল কাজ ৫০ জনে সীমাবদ্ধ রাখতে হবে। এই বিধিনিষেধটি আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হবে।

Comments

The Daily Star  | English

Schools to remain shut till April 27 due to heatwave

The government has decided to keep all schools shut from April 21 to 27 due to heatwave sweeping over the country

1h ago