রাশিয়ায় কয়লাখনিতে দুর্ঘটনায় ৩ উদ্ধারকর্মীসহ নিহত ১৪

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে কয়লাখনিতে দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন উদ্ধারকর্মী আছেন, যাদের নিখোঁজ শ্রমিকদের সন্ধানে পাঠানো হয়েছিল। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার কেমেরোভো অঞ্চলের লিস্টভিয়াঝনায়া কয়লা খনিতে আগুন লাগার পর দেশটির জরুরি মন্ত্রণালয়ের উদ্ধারকর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। ছবি: রয়টার্স

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে কয়লাখনিতে দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন উদ্ধারকর্মী আছেন, যাদের নিখোঁজ শ্রমিকদের সন্ধানে পাঠানো হয়েছিল। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ান সংবাদ সংস্থা তাস স্থানীয় জরুরীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, প্রাথমিক দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন খনি শ্রমিক মারা যান। তুষারাবৃত কেমেরোভো অঞ্চলের লিস্টভিয়াজনায়া খনিতে একটি ভেন্টিলেশন শ্যাফটে কয়লা জ্বলে উঠে খনিটি ধোঁয়ায় ভরে যায়।

তাস জরুরি মন্ত্রণালয়ের কার্যনির্বাহী প্রধানকে উদ্ধৃত করে জানিয়েছে, পরে ৩ জন উদ্ধারকারীও নিহত হয়েছেন।

আঞ্চলিক গভর্নর সের্গেই সিভিলেভ বলেছেন, খনিতে মিথেনের মাত্রা বিপজ্জনকভাবে বেশি থাকায় ভূগর্ভে আটকে থাকা ৩৫ জনকে উদ্ধারের অভিযান বন্ধ করতে হয়েছে। ৩ জন উদ্ধারকারী নিখোঁজ বলে জানা গেছে।

তিনি বলেন, বিস্ফোরণের সম্ভাবনা বেশি। গ্যাসের ঘনত্ব না কমা পর্যন্ত আমরা অনুসন্ধান ও উদ্ধার কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।

এ ঘটনায় কয়েক ডজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। তাদের ৪ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

মস্কো থেকে প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার (২,১৭৫ মাইল) পূর্বে কেমেরোভোর কয়লা উৎপাদনকারী অঞ্চলটি বছরের পর বছর ধরে মারাত্মক খনি দুর্ঘটনার শিকার হয়ে আসছে।

লিস্টভিয়াজনায়া খনিটি এসডিএস হোল্ডিংয়ের একটি প্রতিষ্ঠান। যেটি সাইবেরিয়ান বিজনেস ইউনিয়নের মালিকানাধীন। তবে, দুর্ঘটনার বিষয়ে মালিকের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

3h ago