রাশিয়ায় ভয়াবহ খনি বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫২

গত এক দশকের মধ্যে রাশিয়ার সবচেয়ে ভয়াবহ খনি বিপর্যয়ে কমপক্ষে ৫২ জনের মৃত্যু হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
রাশিয়ার কেমেরোভো অঞ্চলের লিস্টভিয়াঝনায়া কয়লা খনিতে আগুন লাগার পর দেশটির জরুরি মন্ত্রণালয়ের উদ্ধারকর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। ছবি: রয়টার্স

গত এক দশকের মধ্যে রাশিয়ার সবচেয়ে ভয়াবহ খনি বিপর্যয়ে কমপক্ষে ৫২ জনের মৃত্যু হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিবিসির তাদের প্রতিবেদনে জানিয়েছে, ঘটনার সূত্রপাত হয় গতকাল বৃহস্পতিবার ভেন্টিলেশন শ্যাফটে কয়লাতে আগুন লেগে। পরে সাইবেরিয়ার খনিটি ধোঁয়ায় ভরে যায় এবং ১১ জনের মৃত্যু হয়।

জরুরি পরিষেবা সূত্র একটি সংবাদ সংস্থাকে জানিয়েছে, কাউকে জীবিত পাওয়া যায়নি।

মস্কো থেকে প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার (২ হাজার ১৭৫ মাইল) পূর্বে কেমেরোভো অঞ্চলের লিস্টভিয়াঝনায়া খনির ২৮৫ জনের অধিকাংশ বৃহস্পতিবার ঘটনার পরপরই নিরাপদে বের হয়ে আসে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ৪৯ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কয়েকজনের ধোঁয়ায় বিষক্রিয়া হয়েছে। এরমধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক ঘটনার পর কয়েক ডজন খনি শ্রমিক বের হতে পারেননি। তাদের উদ্ধারে অভিযান শুরু হলেও বিপজ্জনক মাত্রায় মিথেন শনাক্ত হওয়ার পর উদ্ধার কাজ স্থগিত করতে হয়। ফলে বিস্ফোরণের আশঙ্কা দেখা দেয়। তবে, উদ্ধারকারীদের একটি দল তখনো খনি থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হয়। পরে ৩ উদ্ধারকারীর মরদেহ পাওয়া যায়। ফলে, গতকাল রাত পর্যন্ত সরকারিভাবে মৃতের সংখ্যা ১৪ জন বলে জানানো হয়।

এদিকে বৃহস্পতিবার রাতে বেশ কয়েকটি সূত্র রাশিয়ার গণমাধ্যমকে জানিয়েছে, কোনো জীবিত শ্রমিককে খুঁজে পাওয়া যায়নি এবং মৃতের সংখ্যা বেড়ে ৫০ ছাড়িয়েছে। তাদের মধ্যে মোট ৬ জন উদ্ধারকারী।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা ব্যর্থতার অভিযোগে খনি পরিচালকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৬ সালে রাশিয়ান কর্তৃপক্ষ দেশের ৫৮টি কয়লা খনির নিরাপত্তা মূল্যায়ন করে এবং ৩৪ শতাংশ খনিকে অনিরাপদ বলে ঘোষণা করে। তবে, সেই তালিকায় লিস্টভিয়াজনায়া খনি অন্তর্ভুক্ত ছিল না বলে একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই দুর্ঘটনাকে 'দুঃখজনক ঘটনা' হিসেবে অভিহিত করেছেন।

Comments

The Daily Star  | English
books on Bangladesh Liberation War

The war that we need to know so much more about

Our Liberation War is something we are proud to talk about, read about, and reminisce about but have not done much research on.

14h ago