ইউরোপ

ইতালিতে নকল হাত লাগিয়ে টিকাদানকারীকে ফাঁকি দেওয়ার চেষ্টা

ইতালিতে করোনা টিকা এড়াতে নকল হাত লাগিয়ে টিকাদানকেন্দ্রে যাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। দেশটির উত্তরাঞ্চলে পিডমন্ট রিজিয়নে তুরিন শহরের কাছে বিয়েলাতে এ ঘটনা ঘটেছে বলে শুক্রবার দ্য গার্ডিয়ান জানিয়েছে।
প্রতীকী ছবি

ইতালিতে করোনা টিকা এড়াতে নকল হাত লাগিয়ে টিকাদানকেন্দ্রে যাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। দেশটির উত্তরাঞ্চলে পিডমন্ট রিজিয়নে তুরিন শহরের কাছে বিয়েলাতে এ ঘটনা ঘটেছে বলে শুক্রবার দ্য গার্ডিয়ান জানিয়েছে।

এ অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তির কয়েকশত ইউরো জরিমানা হতে পারে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

ইতালির দৈনিক লা রিপাবলিকার বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, টিকাদান কেন্দ্রের আনুষ্ঠানিকতা শেষে এবং সম্মতি ফর্মে সই করার পর ওই ব্যক্তি টিকাদানকারীর কাছে যান। সেখানে গিয়ে তিনি বসেন এবং টিকা নিতে শার্টের হাতা উপরে তোলেন।

সিলিকনের নকল হাত দেখে প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মী বিষয়টি বুঝতে না পারলেও, ভালভাবে দেখার পর এবং হাত স্পর্শ করার পরে ওই ব্যক্তিকে শার্ট খুলতে বলেন।

স্বাস্থ্যকর্মী ফিলিপা বুয়া লা রিপাবলিকাকে বলেন, 'একজন পেশাদার হিসেবে আমি খুবই বিরক্ত হয়েছি। হাতের রঙ দেখে প্রথমে সন্দেহ হয়। তাই আমি লোকটিকে তার বাম হাতের বাকি অংশ খুলতে বলি।'

তিনি বলেন, 'আমি হাতে শিরা দেখতে পাইনি। প্রথমে ভেবেছিলাম যে আমারই ভুল হবে হয়তো।'

'পুরোটাই নকল হাত ছিল নাকি ত্বকের উপর সিলিকনের স্তর ছিল তা স্পষ্ট নয়,' যোগ করেন তিনি।

তিনি সে সময় আরেক স্বাস্থ্যকর্মীকে ডাকলে ওই ব্যক্তি তখন জানান, যে করেই হোক তাকে যেন টিকা দেওয়া হয়।

এ প্রসঙ্গে পিডমন্টের প্রেসিডেন্ট আলবার্তো সিরিও এবং আঞ্চলিক স্বাস্থ্য কাউন্সিলর লুইগি ইকার্দি এক যৌথ বিবৃতিতে বলেন, 'স্বাস্থ্যকর্মীর তত্পরতা এবং দক্ষতায় ওই ব্যক্তির পরিকল্পনা নস্যাৎ হয়েছে। তাকে এখন বিচারের মুখোমুখি হতে হবে।'

টিকা গ্রহণ না করলে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম আয়োজন করতে দেওয়া হবে না বলে ইতালিতে গত সপ্তাহে ঘোষণা দেওয়া হয়। এর পরেই এমন অদ্ভুত ঘটনা ঘটলো।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

23m ago