ইতালি ও জার্মানিতেও ওমিক্রন শনাক্ত

ইউরোপের আরও ২ দেশ ইতালি ও জার্মানিতেও করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ছবি: রয়টার্স ফাইল ফটো

ইউরোপের আরও ২ দেশ ইতালি ও জার্মানিতেও করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইতালি বলছে, তারা মোজাম্বিক ভ্রমণ করা একজনের শরীরে ওমিক্রন শনাক্ত করেছে। দেশটির ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট এক বিবৃতিতে বলেছে, রোগী এবং তার পরিবারের সদস্যরা সুস্থ আছেন।

জার্মানির আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ জার্মানির বাভারিয়া রাজ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ২ জনকে শনাক্ত করা হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, আক্রান্ত ২ ব্যক্তি গত ২৪ নভেম্বর মিউনিখ বিমানবন্দর হয়ে জার্মানিতে প্রবেশ করেন।

এর আগে, দক্ষিণ আফ্রিকাকে ভাইরাস-বৈচিত্র্যের এলাকা হিসেবে মনোনীত করে জার্মানি। তারা আপাতত দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করছে।

Comments

The Daily Star  | English

Abantika: A victim of institutional neglect

The universities also didn't organise any awareness activities regarding where and how to file complaints.

5h ago