আফগানিস্তান আবারও ‘সন্ত্রাসীদের আশ্রয়স্থল’ হবে না: ফরাসি প্রেসিডেন্ট

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ সোমবার টেলিভিশনে এক জাতীয় ভাষণে বলেছেন, আফগানিস্তান আবারও ‘সন্ত্রাসীদের আশ্রয়স্থলে’পরিণত হবে না।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ফাইল ছবি, রয়টার্স

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ সোমবার টেলিভিশনে এক জাতীয় ভাষণে বলেছেন, আফগানিস্তান আবারও 'সন্ত্রাসীদের আশ্রয়স্থলে' পরিণত হবে না।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ম্যাখোঁ বলেন, এটি আন্তর্জাতিক স্থিতিশীলতা এবং শান্তির জন্য একটি চ্যালেঞ্জ। আমরা রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সঙ্গে সহযোগিতা করতে সবকিছু করব। কারণ আমাদের সবার স্বার্থ একই।

ফরাসি প্রেসিডেন্টের গ্রীষ্মকালীন বাসভবন ফোর্ট ডি ব্রেগানকন থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, যারা আমাদের সাহায্য করেছে তাদের রক্ষা করা ফ্রান্সের কর্তব্য। বিশেষ করে দোভাষী, ড্রাইভার, রাঁধুনি এবং আরও অনেককে।

মাত্র দশ মিনিটেরও বেশি সময় ধরে চলা এ ভাষণে তিনি বলেন, আফগানিস্তানের অস্থিতিশীলতা ইউরোপে অভিবাসী প্রবাহের দিকে নিয়ে যেতে পারে।

তিনি বলেন, তাই আমরা দেরি না করে জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে একটি শক্তিশালী, সমন্বিত এবং ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া গড়ে তোলার উদ্যোগ নেব।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

7h ago