বেনামে দাতাদের কাছ থেকে লাখ লাখ বিটকয়েন আসছে ইউক্রেনে

ক্রিপ্টোকারেন্সি বিশ্লেষকরা জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করার জন্য বেনামে অন্তত ৯ মিলিয়ন ডলার বিটকয়েন দান করা হয়েছে। 
ছবি: সংগৃহীত

ক্রিপ্টোকারেন্সি বিশ্লেষকরা জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করার জন্য বেনামে অন্তত ৯ মিলিয়ন ডলার বিটকয়েন দান করা হয়েছে। 

এলিপটিক নামের একটি ব্লকচেইন এনালাইসিস কোম্পানির গবেষকরা জানিয়েছেন, ইউক্রেন সরকার, এনজিও এবং স্বেচ্ছাসেবক সংগঠনগুলা অনলাইনে তাদের বিটকয়েন ওয়ালেটের ঠিকানার বিজ্ঞাপন দিয়ে অর্থ সংগ্রহ করছে।

এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষের কাছে থেকে অর্থ জমা হয়েছে। একটি এনজিওকে বেনামে একজন ৩ মিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন দান করেছেন। 

ইউক্রেনের রাষ্ট্রীয় অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে 'ইউক্রেনের জনগণের পাশে দাঁড়ানোর' আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে তারা বিটকয়েন, ইথেরিয়াম ও ইউএসডিটি ক্রিপ্টোকারেন্সি আকারে অনুদান হিসেবে গ্রহণ করছে।

তারা দুটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের ঠিকানাও পোস্ট করেছে এবং ৪  ঘণ্টার মধ্যে সেখানে ৩ দশমিক ৩ মিলিয়নের বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে। 

Comments

The Daily Star  | English

Trial of murder case drags on

Even 11 years after the Rana Plaza collapse in Savar, the trial of two cases filed over the incident did not reach any verdict, causing frustration among the victims.

9h ago