জি২০ বৈঠকে পুতিন নন, ভার্চুয়ালি যোগ দেবেন রুশ অর্থমন্ত্রী

প্রথমে সদর্পে ঘোষণা দেওয়া হয়েছিল যে, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় চলতি বছরের জি২০ বৈঠকে অংশ নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে আগ্রাসনের পর বিশ্বব্যবস্থা থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়া রাশিয়া বৈশ্বিক প্রেক্ষাপটে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণে এমন ঘোষণা দেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়।
রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ। ছবি: রয়টার্স ফাইল ফটো

প্রথমে সদর্পে ঘোষণা দেওয়া হয়েছিল যে, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় চলতি বছরের জি২০ বৈঠকে অংশ নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে আগ্রাসনের পর বিশ্বব্যবস্থা থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়া রাশিয়া বৈশ্বিক প্রেক্ষাপটে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণে এমন ঘোষণা দেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়।

আর জাকার্তায় সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছিলেন ইন্দোনেশিয়ায় রুশ রাষ্ট্রদূত। এরপর বেশ হইচই পড়ে যায় বিশ্ব রাজনীতিতে।

এখন জানা যাচ্ছে, প্রেসিডেন্ট পুতিন নয়; বরং আসন্ন জি২০ বৈঠকে অংশ নিতে যাচ্ছেন রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ। তাও ভার্চুয়ালি।

গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স ইন্দোনেশিয়ার অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ভেমপি সুপুত্রকে উদ্ধৃত করে জানায়, 'ইউক্রেনকে বৈঠকে আমন্ত্রণ জানানো হবে কিনা তা জাকার্তা ভেবে দেখছে। আগামী ২০ এপ্রিল ওয়াশিংটনের এ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বৈশ্বিক অর্থনীতিতে ইউক্রেনযুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করা হবে।'

এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সুপুত্র বলেন, 'জি২০-র প্রেসিডেন্ট হিসেবে ইন্দোনেশিয়া এই ফোরামের সব সদস্যকেই আমন্ত্রণ জানিয়েছে। এখন পর্যন্ত কয়েকটি দেশ সশরীরে ও কয়েকটি দেশ ভার্চুয়ালি যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।'

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ জি২০-র কেন্দ্রীয় ব্যাংকগুলোর গর্ভনর ও অর্থমন্ত্রীদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে আরও বলা হয়, জি২০-তে রাশিয়ার সদস্যপদ বাতিলের বিষয়ে ফোরামের সদস্যরা বিভক্ত হয়ে পড়েছে। একদিকে, যুক্তরাষ্ট্র ও মিত্ররা চাচ্ছে রাশিয়াকে এই ফোরাম থেকে বের করে দিতে। অন্যদিকে চীনসহ কয়েকটি দেশ রাশিয়ার থাকার পক্ষে সমর্থন দিচ্ছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সচিব জ্যানেট ইয়েলেন রাশিয়াকে জি২০ থেকে বহিষ্কার করা উচিত বলে মন্তব্য করেছিলেন। যদি রুশ কর্মকর্তারা বৈঠকে অংশ নেয় তাহলে যুক্তরাষ্ট্র বৈঠকের কয়েকটি পর্ব বয়কট করতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

3h ago