সেনেগালের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতক নিহত

সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল জানিয়েছেন, রাজধানী ডাকার থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত টিভাউয়ানে শহরের একটি আঞ্চলিক হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকাণ্ডে ১১ নবজাতক মারা গেছে। 

সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল জানিয়েছেন, রাজধানী ডাকার থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত টিভাউয়ানে শহরের একটি আঞ্চলিক হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকাণ্ডে ১১ নবজাতক মারা গেছে। 

গতকাল বুধবার তিনি এ কথা বলেন বলে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

অ্যাঙ্গোলায় সফররত সেনেগালের প্রেসিডেন্ট টুইটারে বলেন, 'তিভাউয়েনের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালের নিওনেটোলজি বিভাগে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাতে ১১ নবজাতক মারা গেছে। তাদের মা এবং পরিবারের প্রতি আমি গভীর সহানুভূতি প্রকাশ করছি।'

তবে অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।  

এদিকে, সেনেগালের স্বাস্থ্যমন্ত্রী আবদুলায়ে ডিউফ সার বলেছেন, 'প্রাথমিক তদন্ত অনুসারে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।'

বিশ্ব স্বাস্থ্য সমাবেশের জন্য জেনেভায় অবস্থানরত ডিউফ সার জানিয়েছেন, এ ঘটনায় সফর সংক্ষিপ্ত করে দ্রুত সেনেগালে ফিরে যাবেন তিনি।

সেনেগালের অন্যতম শহর এবং পরিবহন কেন্দ্র টিভাউয়েনের মেয়র ডেম্বা দিওপ সি বলেছেন, 'পুলিশ ও ফায়ার সার্ভিস হাসপাতালে কাজ করছে।'

Comments