লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন গাদ্দাফির ছেলে

লিবিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি। ছবি: রয়টার্স

লিবিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে অস্থিরতা চলছে লিবিয়ায়। শান্তি ফেরাতে আগামী ডিসেম্বর মাসে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে লিবিয়ার নির্বাচন কমিশনের প্রকাশ করা একটি ভিডিওতে গাদ্দাফির ৪৯ বছর বয়সী ছেলেকে নির্বাচনের কাগজপত্রে সই করতে দেখা যাচ্ছে। এই ভিডিওর মাধ্যমে প্রায় এক দশক পর তার দেখা পাওয়া গেল।

লিবিয়ার আসন্ন নির্বাচন ঘিরে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে তিনি সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি। আলোচিত-সমালোচিত এই প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন পূর্বাঞ্চলীয় মিলিটারি কমান্ডার খলিফা হাফতার, প্রধানমন্ত্রী আব্দুলহামিদ এবং পার্লামেন্টের স্পিকার আগুইলা সালেহ।

২০১১ সাল পর্যন্ত মুয়াম্মার গাদ্দাফি যখন লিবিয়ার ক্ষমতায় ছিলেন সাইফ আল-ইসলাম ছিলেন দেশটির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকদের একজন। তার বাবা ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি অনেকটাই লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছিলেন।

Comments

The Daily Star  | English
Representational image of Bangladeshi migrant workers.

UN experts express dismay over situation of Bangladeshi migrants in Malaysia

UN experts today expressed dismay about the situation of Bangladeshi migrants in Malaysia, who had travelled there in the hope of employment after engaging in the official labour migration process

5m ago