হাইতিতে ১৭ মার্কিন মিশনারি অপহৃত

হাইতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থার ১৭ জন খ্রিস্টান মিশনারিকে অপহরণের ঘটনায় দেশটির এক কুখ্যাত গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছে পুলিশ। তারা বলছে, হাইতিতে এই গ্যাংটি অপহরণ ও হত্যার জন্য বেশ পরিচিত।  
হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সের পূর্বাঞ্চলীয় এলাকা গ্যান্থিয়ার থেকে মিশনারিদের অপহরণ করা হয়। ছবি: এপি

হাইতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থার ১৭ জন খ্রিস্টান মিশনারিকে অপহরণের ঘটনায় দেশটির এক কুখ্যাত গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছে পুলিশ। তারা বলছে, হাইতিতে এই গ্যাংটি অপহরণ ও হত্যার জন্য বেশ পরিচিত।  

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার হাইতির পুলিশ পরিদর্শক ফ্র্যানজ শ্যাম্পেইন বার্তাসংস্থা এপিকে জানান, হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সের পূর্বাঞ্চলীয় এলাকা গ্যান্থিয়ার থেকে '৪০০ মাওজো গ্যাং' সদস্যরা তাদের অপহরণ করে।

কর্তৃপক্ষ জানায়, এই মাওজো গ্যাং সদস্যরা ক্রুইক্স-দেস-বুকেটস এলাকাটি নিয়ন্ত্রণ করে, যার মধ্যে গ্যান্থিয়ার অন্তর্ভুক্ত। তারা সেখানে অপহরণ, গাড়ি চুরি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, শনিবার যুক্তরাষ্ট্র ও কানাডার ১৭ জন মিশনারিকে অপহরণ করা হয় বলে জানায় ক্রিশ্চিয়ান এইড মিনিস্ট্রি।

ওহাইয়োভিত্তিক ওই সংস্থা আরও জানায়, অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে ১৬ জন মার্কিন ও ১ জন কানাডিয়ান আছেন। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ৭ জন নারী এবং ৫ জন শিশু।

হাইতির নিরাপত্তা বাহিনীর এক সূত্র জানায়, এ ঘটনায় তদন্ত চলছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্লড জোসেফ সিএনএনকে বলেন, 'এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে কাজ করছেন হাইতির কর্মকর্তারা।'

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

3h ago