মেক্সিকোয় বন্যা: হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে ১৭ রোগীর মৃত্যু

মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় হিদালগো রাজ্যের এক হাসপাতালে কমপক্ষে ১৭ রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।’
বন্যায় আটকেপড়াদের নিরাপদে সরিয়ে নিচ্ছেন উদ্ধারকারীরা। ছবি: রয়টার্স

মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় হিদালগো রাজ্যের এক হাসপাতালে কমপক্ষে ১৭ রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।'

কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, নদীর দু-কূল উপচে যাওয়ায় তুলা শহরের হাসপাতালটি পানিতে প্লাবিত হয়। এতে হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

মৃতদের কয়েকজন করোনা রোগী, যাদের অক্সিজেন সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল, জানায় স্থানীয় সংবাদমাধ্যম।

উদ্ধারকারীরা হাসপাতালটি থেকে ৪০ জনের মতো রোগীকে অন্যত্র সরিয়ে নিয়েছেন।

এদিকে, রাজ্যের গভর্নর ওমর ফায়াদকে বহনকারী একটি নৌকা নদীতে ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।

পরে গভর্নর এক টুইটবার্তায় জানান যে, তিনি 'নিরাপদ ও সুস্থ' আছেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

Comments

The Daily Star  | English

Create right conditions for Rohingya repatriation: G7

Foreign ministers from the Group of Seven (G7) countries have stressed the need to create conditions for the voluntary, safe, dignified, and sustainable return of all Rohingya refugees and displaced persons to Myanmar

2h ago