মেক্সিকোয় ট্রাক উল্টে নিহত ৫৩

মেক্সিকোর দক্ষিণে চিয়াপাস প্রদেশে মধ্য আমেরিকা থেকে আসা অবৈধ অভিবাসন-প্রত্যাশীদের ট্রাক উল্টে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৮ জন।
ছবি: রয়টার্স

মেক্সিকোর দক্ষিণে চিয়াপাস প্রদেশে মধ্য আমেরিকা থেকে আসা অবৈধ অভিবাসন-প্রত্যাশীদের ট্রাক উল্টে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৮ জন।

আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

চিয়াপাস জননিরাপত্তা সংস্থার প্রধান লুই ম্যানুয়েল গার্সিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, হতাহতদের মধ্যে পুরুষ, নারী ও শিশুরা রয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর।

স্থানীয় দমকল বাহিনীর প্রধান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ট্রাকে থাকা অভিবাসন-প্রত্যাশীদের অধিকাংশই মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস থেকে আসা।

ট্রাকটি চিয়াপাস প্রদেশের রাজধানী টাক্সটলা গুতিয়েরেজে যাচ্ছিল। পথে একটি পদচারী সেতুর গায়ে ধাক্কা লাগলে তা উল্টে যায়।

এই দুর্ঘটনাকে 'খুবই দুঃখজনক' হিসেবে উল্লেখ করে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অবরাদোর টুইটার বার্তায় শোক প্রকাশ করেছেন।

গুয়েতেমালার সীমান্তবর্তী চিয়াপাসকে অবৈধ অভিবাসন-প্রত্যাশীদের প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে গণ্য করা হয়।

মধ্য আমেরিকার দারিদ্রপীড়িত দেশগুলো থেকে হাজারো মানুষ যুক্তরাষ্ট্রে যাওয়ার আশা নিয়ে মেক্সিকোয় আসেন। তাদের অনেকেই এ কাজে মানব পাচারকারীদের অর্থ দিয়ে থাকেন।

Comments

The Daily Star  | English

Schools to remain shut till April 27 due to heatwave

The government has decided to keep all schools shut from April 21 to 27 due to heatwave sweeping over the country

1h ago