মালিতে বিদ্রোহীদের হামলায় নিহত কমপক্ষে ৪০

উত্তর মালির বেশ কয়েকটি গ্রামে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। সম্প্রতি বেশ কয়েকজন বিদ্রোহী নেতাকে গ্রেপ্তারের পর এ হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
মালির গাও শহরের রাস্তায় ফরাসি সেনাদের টহল। ফাইল ছবি, এএফপি

উত্তর মালির বেশ কয়েকটি গ্রামে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। সম্প্রতি বেশ কয়েকজন বিদ্রোহী নেতাকে গ্রেপ্তারের পর এ হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল জাজিরা জানায়, সর্বশেষ সহিংসতা মালি, নাইজার এবং বুরকিনা ফাসোর সীমানা বরাবর এলাকায় সংঘটিত হয়। তবে, কোনো গ্রুপ এখনো এই হামলার দায় স্বীকার করেনি।

মালির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সোলিমানে দেম্বেলে সোমবার হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, তিনি বিস্তারিত কিছু জানাননি।

স্থানীয় কর্মকর্তা ওমার সিসে জানিয়েছেন, হামলাকারীরা রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ওয়াতাগুনা এবং কারু সম্প্রদায়ের কাছে আসে।

তিনি এপিকে বলেন, 'নিহতদের অধিকাংশই তাদের বাড়ির সামনে অবস্থান করছিল এবং অন্যরা মসজিদে যাচ্ছিল।'

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাড়িঘর লন্ডভন্ড করে পুড়িয়ে দেওয়া হয় এবং হামলাকারীরা মোটরবাইকে চলে যান।

Comments

The Daily Star  | English

Govt primary schools asked to suspend daily assemblies

The government has directed to suspend daily assemblies at all its primary schools across the country until further notice

28m ago