মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

প্রতিবেশীর বিরুদ্ধে ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ অভিযোগে মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে আলজেরিয়া।
আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামদানে লামামরা। ছবি: এপি

প্রতিবেশীর বিরুদ্ধে 'শত্রুতামূলক কর্মকাণ্ডের' অভিযোগে মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে আলজেরিয়া।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

মরক্কো ও আলজেরিয়ার মধ্যে কয়েক দশক ধরে সম্পর্কের টানাপোড়েন চলছিল। বিশেষ করে পশ্চিম সাহারা নিয়ে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামদানে লামামরা বলেন, আলজেরিয়া আজ থেকে মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, আলজেরিয়ার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড কখনোই বন্ধ করেনি মরক্কো। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন মঙ্গলবার থেকে কার্যকর হলেও উভয় দেশের কনস্যুলেট খোলা থাকবে।

তবে, এ বিষয়ে মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

রাজা ষষ্ঠ মোহাম্মদ আলজেরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছেন।

গত সপ্তাহে মারাত্মক দাবানলের ঘটনাকে কয়েকটি 'সন্ত্রাসী' দলের কাজ  হিসেবে চিহ্নিত করেছে আলজেরিয়া। যার মধ্যে একটি দল মরক্কো দ্বারা সমর্থিত বলে জানিয়েছে দেশটি।

গত ৯ আগস্ট আলজেরিয়ায় দাবানল ছড়িয়ে পড়ে। এই দাবানলে হাজার হাজার হেক্টর বন পুড়ে যায় এবং ৩০ জনেরও বেশি সেনাসহ অন্তত ৯০ জন নিহত হয়।

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

1h ago