৯৩ বছর বয়সে বিয়ে করলেন কুমিল্লার আইনজীবী

৯৩ বয়সে বিয়ে করলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সভাপতি প্রবীণ অ্যাডভোকেট মো. ইসমাইল হোসেন। কুমিল্লা শহরের দেশওয়ালী পট্টি এলাকার বাসিন্দা মিনুয়ারার (৩৯) সঙ্গে আজ সোমবার বিকেলে তার বিয়ে হয়।
ছবি: সংগৃহীত

৯৩ বয়সে বিয়ে করলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সভাপতি প্রবীণ অ্যাডভোকেট মো. ইসমাইল হোসেন। কুমিল্লা শহরের দেশওয়ালী পট্টি এলাকার বাসিন্দা মিনুয়ারার (৩৯) সঙ্গে আজ সোমবার বিকেলে তার বিয়ে হয়।

কুমিল্লা শহরের ছোটরা এলাকায় আইনজীবী মিতু আক্তারের বাসায় এ বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুমিল্লা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি শরীফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসমাইল হোসেনের পারিবারিক সূত্রে জানা যায়, ৭ বছরে আগে তার প্রথম স্ত্রীর মৃত্যু হয়। তার ১ মেয়ে ও ৫ ছেলে আছে।

বিয়ে প্রসঙ্গে মো. ইসমাইল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সহকর্মীদের পরামর্শ নিয়ে আমি মিনুয়ারাকে বিয়ে করেছি। আমার বংশধররাও যেন আমরা মতো দীর্ঘজীবী হয় এজন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।'

প্রবীণ এই আইনজীবীর বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে নানা আলোচনা ও সমালোচনা। বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনজীবী ইসমাইল হোসেনের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুখী দাম্পত্য জীবন কামনা করে পোস্ট করছেন ও মন্তব্য করছেন অনেকেই।

প্রবীন আইনজীবী ইসমাইল হোসেন এখনো আদালতে আইনি লড়াইয়ে অংশ নেন বলে কুমিল্লা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি শরীফুল ইসলাম জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

2.72 lakh premature deaths in 2019: WB report

Alarming levels of air pollution, unsafe water, poor sanitation, and lead exposure caused over 2.72 lakh premature deaths in the country in 2019.

15m ago