৪২৮ কোটি টাকায় কেনা হবে পুলিশের জন্য ২ হেলিকপ্টার

পুলিশের জন্য রাশিয়া থেকে ৪২৮ কোটি টাকায় ২টি হেলিকপ্টার কিনতে যাচ্ছে সরকার। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
ছবি: সংগৃহীত

পুলিশের জন্য রাশিয়া থেকে ৪২৮ কোটি টাকায় ২টি হেলিকপ্টার কিনতে যাচ্ছে সরকার। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন ক্রয়ের প্রস্তাবটি সরকার টু সরকার পদ্ধতিতে কেনার নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান।

তিনি বলেন, হেলিকপ্টার ২টি কিনতে বৈদেশিক মুদ্রায় ব্যয় হবে ৪৩ মিলিয়ন ইউরো।

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা বিভাগের অধীনে পুলিশ অধিদপ্তরকে Mi-171A2 মডেলের ২টি হেলিকপ্টার রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান জেএসসি 'রাশিয়ান হেলিকপ্টারস' থেকে ৪২৮ কোটি ১২ লাখ ৪৯ হাজার ৩১৬ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

গত ৬ অক্টোবর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

1h ago