২০১৮ সালের ছবি ২০২১ সালে ভাইরাল

২০১৮ সালে ঈদের আগে উত্তরবঙ্গের মানুষের ঘরে ফেরার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। চলমান লকডাউনে তৈরি পোশাক শিল্প ১ আগস্ট থেকে হঠাৎ খুলে দেওয়ার পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ছবিটিকে সাম্প্রতিক সময়ের বলে উল্লেখ করা হয়েছে।
২০১৮ সালে ঈদের আগে উত্তরবঙ্গের মানুষের ঘরে ফেরার সেই ছবি, যেটি গত ৪৮ ঘণ্টায় ফেসবুকে ভাইরাল হয়েছে। আলোকচিত্র: আব্দুল মমিন

২০১৮ সালে ঈদের আগে উত্তরবঙ্গের মানুষের ঘরে ফেরার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। চলমান লকডাউনে তৈরি পোশাক শিল্প ১ আগস্ট থেকে হঠাৎ খুলে দেওয়ার পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ছবিটিকে সাম্প্রতিক সময়ের বলে উল্লেখ করা হয়েছে।

তবে, ছবিটি ২ বছরের বেশি সময়ের পুরনো বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ছবিটির আলোকচিত্রী আব্দুল মমিন। একইসঙ্গে বিয়ষটি তার নজরে আসার পর মানুষকে সচেতন করতে ফেসবুকে একটি পোস্ট করেছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'আমার নিম্নোক্ত ছবিটি বিভিন্ন ফেসবুক পেজ ও প্রোফাইলে করোনাকালীন সময়ে গণপরিবহনের দুরবস্থার ছবি হিসেবে শেয়ার করা হচ্ছে। সবার অবগতির জন্য জানাচ্ছি, করোনা মহামারী আসার অনেক পূর্বে ২০১৮ সালের জুন মাসে আমি ছবিটি নিজ জেলা বগুড়ায় তুলেছিলাম। ছবির ঘটনাটি দুঃখজনক হলেও খুবই সাধারণ, প্রত্যেক ঈদে কর্মজীবী মানুষ গ্রামে ছুটি কাটাতে এভাবে ঢাকা হতে ট্রাকে করে বাড়ি ফেরে...'

ছবিতে দেখা গেছে, একটি ট্রাক ভর্তি নারী-পুরুষ এবং শিশু, তাদের কেউ শুয়ে কেউ বসে বা দাঁড়িয়ে ভ্রমণ করছেন।

এ বিষয়ে জানতে আব্দুল মোমিনের সঙ্গে যোগাযোগ করা হলে রাত ১১টার দিকে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার এই পুরনো ছবিটি দেখছি অনেক মানুষ ফেসবুকে তাদের প্রোফাইল, পেজ  এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করছেন। তারা ছবিটিতে সাম্প্রতিক সময়ের ছবি হিসেবে উল্লেখ করছেন। কিন্তু, এ তথ্য সঠিক নয়। ২০১৮ সালের ১৫ জুন ঈদুল ফিতরের আগের দিন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ এবং হাসপাতালের ফুট ওভার ব্রিজের ওপর থেকে ছবিটি আমি তুলেছিলাম। তখন এসব মানুষ ঈদ করতে ট্রাকে করে ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ফিরছিলেন।'

আব্দুল মোমিন (৩০) একজন ফ্রিল্যান্স আলোকচিত্রী। তিনি এ পর্যন্ত শতাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন।

Comments

The Daily Star  | English

Schools, colleges to open from Sunday amid heatwave

The government today decided to reopen all schools, colleges, madrasas, and technical education institutions and asked the authorities concerned to resume regular classes and activities in those institutes from Sunday amid the ongoing heatwave

9m ago