বাংলাদেশ

১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের প্রতিবাদে প্রেসক্লাবে সমাবেশ

১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করছেন সাংবাদিকরা।
প্রেসক্লাবে সাংবাদিকদের সমাবেশ। ছবি: রাশেদ সুমন/স্টার

১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করছেন সাংবাদিকরা।

আজ রোববার দুপুর ১২টার দিকে এই সমাবেশ শুরু হয়। এতে বিভিন্ন সাংবাদিক সংঘঠনের নেতারা উপস্থিত আছেন।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর দেশের ১১ শীর্ষ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সম্পাদক পরিষদ। পরিষদ এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়েছিল।

প্রেসক্লাবে সাংবাদিকদের সমাবেশ। ছবি: রাশেদ সুমন/স্টার

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকদের শীর্ষ চার সংগঠনের ১১ নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

এতে আরও বলা হয়, সম্পাদক পরিষদ মনে করে প্রচলিত আইনে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের তদন্ত হতে পারে। কিন্তু, শুধু মাত্র একটি পেশার ১১ শীর্ষ নেতার ঢালাওভাবে ব্যাংক হিসাব তলব উদ্দেশ্যমূলক। যা অতীতে কখনো কোনো পেশার ক্ষেত্রে এমনটি ঘটেনি।

প্রেসক্লাবে সাংবাদিকদের সমাবেশ। ছবি: রাশেদ সুমন/স্টার

সাংবাদিকদের ব্যাংক হিসাব তলবের ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাহী পরিষদ।

Comments

The Daily Star  | English

13 killed in bus-pickup collision in Faridpur

At least 13 people were killed and several others were injured in a head-on collision between a bus and a pick-up at Kanaipur area in Faridpur's Sadar upazila this morning

52m ago