সামরিক কায়দায় দুর্নীতি-অপচয় কমবে না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ঝড় উঠিয়ে বা বিপ্লব করে সামরিক কায়দায় দুর্নীতি ও অপচয় কমানো যাবে না। প্রচলিত আইনের মাধ্যমে এসব দূর করতে হবে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ঝড় উঠিয়ে বা বিপ্লব করে সামরিক কায়দায় দুর্নীতি ও অপচয় কমানো যাবে না। 

আজ সোমবার বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউএন উইম্যান আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

মন্ত্রী বলেন, 'প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি ও অপচয় আছে, সেই কথা অস্বীকার করি না। তবে তা প্রচলিত আইনকানুনের মধ্যে থেকে দূর করতে হবে। ধরে এনে মেরে ফেলে এসব কাজ করা যাবে না।'

তিনি আরও বলেন,'বড় বড় প্রকল্পে অবশ্যই ফিজিবিলিটি স্টাডি করতে হবে। এটা প্রধানমন্ত্রীর নির্দেশনা। তবে ছোট ছোট প্রকল্পে স্টাডি না করলেও চলে।'

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় জেন্ডার রেসপন্সসিভ পরিবেশ বান্ধব ডাটা কীভাবে সঠিক উপায়ে সংগ্রহ করা হবে, সেই বিষয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

Comments

The Daily Star  | English

Student politics, Buet and ‘Smart Bangladesh’

General students of Buet have been vehemently opposing the reintroduction of student politics on their campus, the reasons for which are powerful, painful, and obvious.

2h ago