সাবেক সচিব কাজী হাবিবুল আউয়াল নতুন সিইসি

পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী হাবিবুল আউয়াল। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব।
সিইসি কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি

পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী হাবিবুল আউয়াল। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব।

এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন—অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আজ শনিবার সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দিয়েছেন। তাদের নিয়োগের ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।

মো. আলমগীর, আহসান হাবীব খান ও আনিছুর রহমান। ছবি: সংগৃহীত

কাজী হাবিবুল আউয়াল ২০১৪ সালের ৩ মার্চ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পান। সে বছর ১ ডিসেম্বর তিনি সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান। তিনি ২০১৫ সালের ২০ জানুয়ারি অবসরে যাওয়ার পর ২১ জানুয়ারি সরকার তাকে আবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেয়।

কাজী হাবিবুল আউয়ালের জন্ম ১৯৫৬ সালের ২১ জানুয়ারি। তিনি ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও ১৯৭৮ সালে এলএলএম ডিগ্রি লাভ করেন। আইনজীবী ১৯৮০ সালে তিনি বার কাউন্সিলের সনদ পান। ১৯৮১ সালে তিনি বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী জজ হিসেবে নিয়োগ পান। ১৯৯৭ সালে তিনি জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান। বাংলাদেশ ল কমিশনের সেক্রেটারি, শ্রম আদালতের চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি প্রেষণে সহকারী সচিব ও উপ সচিব হিসেবে আইন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। ২০০০ সালে তিনি আইন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব নেন। তিনি ২০০৪ সালে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০০৭ সালের ২৮ জুন তিনি একই মন্ত্রণালয়ে সচিব হিসেবে পদোন্নতি পান। ২০০৯ সালের ১৭ ডিসেম্বর পর্যন্ত আইন মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের পর ২০১০ সালের ২৪ এপ্রিল তাকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগ পর্যন্ত তিনি এই পদেই ছিলেন।

এবারই প্রথম আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হলো। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদে আইন পাসের পর সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার পদের জন্য যোগ্য ব্যক্তিদের খোঁজার জন্য ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তি উদ্যোগে আবেদন করা ৩২২ জনের নাম প্রকাশ করেছিল সার্চ কমিটি। গত মঙ্গলবার এদের মধ্য থেকে ১০ জনের নাম চূড়ান্ত করা হয়। পরে বৃহস্পতিবার সার্চ কমিটি বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে নাম জমা দেয়। রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে পাঁচ জনকে নিয়োগ দিলেন।

Comments

The Daily Star  | English
Bangladesh Reference Institute for Chemical Measurements (BRiCM) developed a dengue rapid antigen kit

Diagnose dengue with ease at home

People who suspect that they have dengue may soon breathe a little easier as they will not have to take on the hassle of a hospital visit to confirm or dispel the fear.

10h ago