সব দেশেরই নির্বাচন নিয়ে কিছু দুর্বলতা আছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘নির্বাচন নিয়ে সব দেশেরই কিছু দুর্বলতা আছে। বাংলাদেশে নির্বাচন হচ্ছে। আপনি দেখবেন, নির্বাচনে বাংলাদেশের জনগণের অংশগ্রহণের হার অনেক বেশি।'
AK Abdul Momen
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, 'নির্বাচন নিয়ে সব দেশেরই কিছু দুর্বলতা আছে। বাংলাদেশে নির্বাচন হচ্ছে। আপনি দেখবেন, নির্বাচনে বাংলাদেশের জনগণের অংশগ্রহণের হার অনেক বেশি।'

আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন দেশের কূটনীতিক এবং জাতিসংঘ ও বিশ্বব্যাংকের প্রতিনিধিদের উপস্থিতিতে নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।

সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা উল্লেখ করে কূটনীতিকদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'সরকার দেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে বদ্ধপরিকর। এবারের নির্বাচন অংশগ্রহণমূলক ছিল। জনগণের ব্যাপক উৎসাহ ছিল এবং সরকার এ সব নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি।'

'নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে' উল্লেখ করে তিনি বলেন, 'প্রধান বিরোধী দলকে আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেখা গেলেও, তাদের অনেক প্রার্থী ছিল। তাদের মধ্যে অনেকেই নির্বাচিতও হয়েছেন।'

মোমেন বলেন, 'নির্বাচনে কয়েকজনের প্রাণহানি হয়েছে। অতি উত্সাহের কারণে এগুলো হয়েছে।'

'আমরা কোনো নির্বাচনে একটিও প্রাণহানি চাই না। তবে কীভাবে তা সম্ভব হবে, আমরা তা জানি না,' যোগ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনের আমন্ত্রণ না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের ইচ্ছার ওপর নির্ভর করে। তারা সব দেশকে আমন্ত্রণ জানায়নি। এইবার তারা আমাদের আমন্ত্রণ জানায়নি। তবে তারা অন্যান্য সময় আমাদের আমন্ত্রণ জানায়।'

বিদেশি কুটনৈতিকদের সঙ্গে নির্বাচন ছাড়াও কপ-২৬ এ বাংলাদেশের অংশগ্রহণ, প্রধানমন্ত্রীর ফ্রান্স সফর, রোহিঙ্গা ইস্যু, ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আলাপ হয় বলে বিকেলে এক সংবাদ সম্মেলনে মোমেন সাংবাদিকদের জানান।

Comments

The Daily Star  | English
Heat wave Bangladesh

Jashore sizzles at 42.6 degree Celsius

Overtakes Chuadanga to record season’s highest temperature in the country

15m ago