শ্রীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

অতিরিক্ত ভাড়া ও সড়কে পর্যাপ্ত গণপরিবহন না থাকার প্রতিবাদে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ২ আগস্ট ২০২১। ছবি: সংগৃহীত

অতিরিক্ত ভাড়া ও সড়কে পর্যাপ্ত গণপরিবহন না থাকার প্রতিবাদে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

আজ সোমবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার ২ নং সিএন্ডবি এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

সেসময় সড়কের উভয় পাশে ছোট-ছোট যানবাহন আটকা পড়ে।

মাস্টারবাড়ী এলাকার ভিনটেক্স কারখানার সুইং অপারেটর আশারাফুন্নাহার শেফু, ডেনিমেক্স কারখানার বারটেক অপারেটর উজ্জ্বল মিয়া, বহেরারাচালা এলাকার টি-ডিজাইন কারখানার প্যাকিং অপারেটর শহিদুল ইসলাম, বেড়াইদেরচালা এলাকার ডিজাইনন্টেক্স কারখানার কোয়ালিটি সেকশনের কেয়া খাতুনসহ অন্যান্য শ্রমিক সড়ক অবরোধের কথা দ্য ডেইলি স্টারকে জানান।

তাদের একজন বলেন, 'সরকার কারখানা খুলে দিয়ে গণপরিবহন বন্ধ রেখেছে। সড়কে গণপরিবহন না থাকায় আমরা সময় মতো কর্মস্থলে যেতে পারছি না। সিএনজি-ব্যাটারিচালিত অটোরিকশায় ১০ টাকার ভাড়া ৩০ টাকা করে নিচ্ছে।'

নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে এক শ্রমিক ডেইলি স্টারকে বলেন, 'আমরা তাৎক্ষণিক ঘোষণা শুনে কোনো মতে বাড়ি থেকে এসে কাজে যোগ দিতে যাচ্ছি। এখন আমাদের হাতে টাকা নেই। বাড়ি থেকে আসার সময় অতিরিক্ত ভাড়া দিতে হয়েছে। এখন অফিসে যাওয়ার সময়ও এ বিড়ম্বনায় পড়েছি।'

তিনি আরও বলেন, 'আমাদের কথা শুনার কেউ নেই। সবাই আমাদেরকে শুধু আশ্বাস দেন। গার্মেন্টসে চাকরি করি বলে কি আমাদের জীবনের কোনো মূল্য নাই?'

পরে মাওনা হাইওয়ে থানা পুলিশ শ্রমিকদের ভাড়া বেশি না নেওয়ার আশ্বাস দিলে তারা সকাল সাড়ে ৯টায় অবরোধ তুলে নেন।

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

1h ago