রাজবাড়ীতে গাছ কাটার সময় বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে আহত ৩

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গাছ কাটতে গিয়ে বোমাসদৃশ বস্তুতে কোপ লেগে বিস্ফোরণে নারীসহ ৩ জন আহত হয়েছেন।
গাছ কাটার সময় বোমাসদৃশ বস্তুতে কোপ লেগে বিস্ফোরণ হয়। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গাছ কাটতে গিয়ে বোমাসদৃশ বস্তুতে কোপ লেগে বিস্ফোরণে নারীসহ ৩ জন আহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের সদর আলীর বাড়ীর পুকুর পাড়ে গাছ কাটার সময় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী আলেয়া বেগম (৩৫), বাকসাডাঙ্গী গ্রামের আবদার হোসেন (৪৫), ও খাটিয়াগাড়া গ্রামের জলিল মণ্ডলের ছেলে জিন্নাফ মণ্ডল (৩৫)। আহত আলেয়া বেগম ও আবদার হোসেনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিন্নাফ মণ্ডল স্থানীয় নারুয়া বাজারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সদর আলী সরদারের বাড়ির পুকুর পাড়ের গাছ কাটার সময় বোমাসদৃশ বস্তুতে কোপ লেগে বিস্ফোরণ হয়। এ সময় নারীসহ ৩ জন আহত হয়েছেন। আহত ২ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান পুলিশ। সেখানে গাছ কাটার সময় বোমা জাতীয় কোনো বস্তুর বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন বলে ধারণা করা যাচ্ছে। ঢাকাতে আমরা যোগাযোগ করেছি। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয় দলের সদস্যরা আসার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।'

স্থানীয়দের সূত্রে জানা যায়, সদর আলীর পুকুর চালা থেকে একটি মেহগনি গাছ কাটার কাজ করছিলেন আবদার হোসেন ও জিন্নাফ মণ্ডল। এ সময় সেখানে পানি পান করাতে গিয়েছিলেন সদর আলীর ছেলে বউ আলেয়া বেগম। গাছের গোঁড়া থেকে মাটি সরাতে গিয়ে মাটিতে কোদাল দিয়ে কোপ দেন আবদার হোসেন ঠিক তখনই বিস্ফোরণে ৩ জন আহত হয়।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

4h ago