২ ছাত্রলীগকর্মী গুলিবিদ্ধ: এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ কারাগারে

কুমিল্লার চান্দিনায় ২ ছাত্রলীগকর্মী গুলিবিদ্ধের ঘটনায় করা মামলায় এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদসহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রেদোয়ান আহমেদ। ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় ২ ছাত্রলীগকর্মী গুলিবিদ্ধের ঘটনায় করা মামলায় এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদসহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আবু বকর সিদ্দিকি এ আদেশ দেন।

আদালত পরিদর্শক মজিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অপর ৩ জন হলেন-মো. আলী, বাকী বিল্লাহ ও রেজাউল।

এর আগে বিকেলে চান্দিনা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আখলাকুর রহমান জুয়েল বাদী হয়ে রেদোয়ান আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, মামলায় এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদসহ মোট ৪ জনকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।

পরে তাদের আদালতে হাজির করে পুলিশ।

চান্দিনায় এলডিপি মহাসচিবের নামে প্রতিষ্ঠিত ড. রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এলডিপি আজ সোমবার ঈদ পুনর্মিলনী সমাবেশ আয়োজন করেছিল।

একই সময়ে সেখানে সমাবেশ ডাকে ছাত্রলীগ। বেলা পৌনে ৩টার দিকে রেদোয়ান আহমেদ কলেজের সামনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তার গাড়িকে ধাওয়া করেন।

ছাত্রলীগের নেতা-কর্মীদের অভিযোগ, রেদোয়ান আহমেদ গাড়ির ভেতর থেকে গুলি করেন।

এতে ২ ছাত্রলীগ কর্মী জনি (২৭) ও নাজমুল (২৮) গুলিবিদ্ধ হলে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

5h ago