সিসিইউ থেকে কেবিনে আব্দুল মঈন খান

অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) থেকে কেবিনে নেওয়া হয়েছে।
আব্দুল মঈন খান। ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) থেকে কেবিনে নেওয়া হয়েছে।

বর্তমানে তার শারিরীক অবস্থা 'ভালো' আছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

আজ সোমবার শায়রুল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'চিকিৎসকদের পরামর্শ অনুসারে যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তাতে তার (আব্দুল মঈন খান) কোনো সমস্যা চিহ্নিত হয়নি। আজ তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।'

এ ছাড়া হাসপাতালের চিকিৎসকদের উদ্ধৃত করে শায়রুল কবির জানান, সন্ধ্যা নাগাদ আব্দুল মঈন খানকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় রাজনৈতিক কর্মসূচি চলাকালে অসুস্থ হয়ে পড়েন আব্দুল মঈন খান। তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাখা হয় সিসিইউতে।

Comments

The Daily Star  | English

Govt primary schools asked to suspend daily assemblies

The government has directed to suspend daily assemblies at all its primary schools across the country until further notice due to the ongoing heatwave

15m ago