রাজনীতি

শামীম-আইভীর দ্বন্দ্ব মেটাতে প্রধানমন্ত্রীর ১ সেকেন্ড লাগবে: তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমানের দ্বন্দ্ব মেটাতে প্রধানমন্ত্রীর ১ সেকেন্ড সময় লাগবে বলে মন্তব্য করেছেন সিটি নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার।
তৈমূর আলম খন্দকার। ছবি: স্টার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমানের দ্বন্দ্ব মেটাতে প্রধানমন্ত্রীর ১ সেকেন্ড সময় লাগবে বলে মন্তব্য করেছেন সিটি নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার।

গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৈমূর এ মন্তব্য করেন।

গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের একদিন পর সোমবার ডা. সেলিনা হায়াৎ আইভী মিষ্টি নিয়ে তৈমূর আলম খন্দকারের বাসায় যান। পরে আইভী চলে যাওয়ার পর বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তৈমূর।

এ সময় তিনি বলেন, 'আমি নারায়ণগঞ্জবাসীর স্বার্থে এবং আমাদের পারিবারিক ঐতিহ্যের স্বার্থে কারো বিরুদ্ধে উত্তেজনামূলক কথা বিগত দিন থেকেই বলি না। কারণ বর্তমানে আমি সিনিয়র ব্যক্তি। আমার সবচেয়ে সতর্ক হয়ে কথা বলতে হয়। আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে গেছি, নতুবা নারায়ণগঞ্জে উত্তরপাড়া আর দক্ষিণপাড়ার যে বিরোধ সেটাও থাকতো না। ২ পক্ষকে ডাকলে ২ পক্ষই আমার কথা শুনত, আমি বসাতে পারতাম।'

তিনি আরও বলেন, 'আমি চাই নারায়ণগঞ্জের মানুষ সুখে শান্তিতে থাকুক। খেটে খাওয়া মানুষ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। নারায়ণগঞ্জের মানুষ যেন সিটি করপোরেশনের সেবাটা পায়।'

শামীম ওসমান ও আইভীর দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসনে আপনি কোনো উদ্যোগ নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'তারা ২ জনই আমাকে সম্মান করে। আমি ডাক দিয়ে তাদের বসাতে পারি। যেহেতু আমি অন্য একটি রাজনৈতিক দল করি, সেহেতু আমার জন্য এটা আওতার বাইরে হয়ে যায়। এ জন্য আমি এগিয়ে যাই না। নতুবা তাদের নিয়ে বসার অধিকারটা আমি রাখি।'

'দ্বন্দ্বটা সেরকম না। দ্বন্দ্বটা মেটাতে প্রধানমন্ত্রীর ১ সেকেন্ড লাগে। কিন্তু প্রধানমন্ত্রী তো এটা করেন না। প্রধানমন্ত্রীর উচিত এটা করা। আমরা সহযোগিতা করব,' যোগ করেন তিনি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শুরু থেকেই আলোচনায় ছিলেন সংসদ সদস্য শামীম ওসমান। নৌকার পক্ষে সমর্থন নাকি স্বতন্ত্র প্রার্থী তৈমূরের প্রতীক হাতির পক্ষে সমর্থন—এ নিয়ে ২ প্রধান প্রতিদ্বন্দ্বী বক্তব্য দেন। পরে সংবাদ সম্মেলন করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে শামীম ওসমান নৌকার পক্ষে কাজ করার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

যদিও পরবর্তীতে আর কোনো কর্মকাণ্ডে শামীম ওসমানকে দেখা যায়নি।

রাজনৈতিক কারণে সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরোধিতা দীর্ঘদিনের। নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতেই একে অন্যের বিরুদ্ধে বক্তব্য দেন তারা। এতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন ভাগে বিভক্ত।

Comments

The Daily Star  | English

Anontex Loans: Trouble deepens for Janata as BB digs up scams

Bangladesh Bank has ordered Janata Bank to cancel the Tk 3,359 crore interest waiver facility the lender had allowed to AnonTex Group, after an audit found forgeries and scams involving the loans.

3h ago