যে যাই বলেন, গডমাদার বইলেন না: শামীম ওসমান

আজ থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের জন্য মাঠে নামার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান।
সংবাদ সম্মেলনে শামীম ওসমান। ছবি: সংগৃহীত

আজ থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের জন্য মাঠে নামার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান।

আজ সোমবার নিজ জেলায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'নৌকার জন্য যেভাবে নামা উচিত আমার, সেভাবে নামতে পারিনি। তবে আজকে থেকে নামলাম।'

সংবাদ সম্মেলনের শুরুতে আইনপ্রণেতা হয়ে আইন ভঙ্গ করায় নির্বাচন কমিশনের কাছে ক্ষমা প্রার্থনা করে শামীম ওসমান প্রশ্ন রাখেন, 'আমি মাঝে মাঝে বিস্মত হই, আমি কেন সাবজেক্ট ম্যাটার হব?'

তিনি বলেন, 'গরীবের বউ যেমন সবার ভাবি হয়, আমার অবস্থা তেমন। এ বলে আমি ওনার, উনি বলে আমি ওনার।'

'এই ক'দিন চুপ ছিলাম, কারণ এটা আমার কাজ না। কিন্তু, আমার চুপ থাকাকে কেন্দ্র করে বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে এবং আমার দলকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। কেউ দলের উল্টো দিকে থেকে ক্ষতি করছে, কেউ দলে থেকে ক্ষতি করছে।'

'আমি ভেবেছিলাম, খুশি মনে একটা প্রেস কনফারেন্স করব আমাদের প্রার্থীর পক্ষে। সোয়া ৫ লাখ ভোটের একটা হিসাব। কে কোন রিপোর্ট দিল, কোন সংস্থা কোন রিপোর্ট দিল, ওই সংস্থা-ফংস্থার রিপোর্টে তারা বিশ্বাস করে যারা রাজনীতিতে ওপর থেকে নিচে পরেছে। আমাদের শিকর মাটির তল থেকে উঠে আসা শিকর।'

'আমি কাউকে ব্লেম করিনি। আল্লাহ সাক্ষী। কবরস্থান যখন শ্মাশানের মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আমি বলেছিলাম, ইবলিশ ওরফে শয়তানের কাজ। অবশ্যই এটা ইবলিশ শয়তানের কাজ।'

'আমাকে অনেকে প্রশ্ন করেছিল একজনের নাম ধরে, একজন মহিলার নাম ধরে। আমি তাকে ধমক দিয়ে বলেছিলাম, তার নাম কেন বলো, সে তো কোনো সাবজেক্ট না! কারণ আমার বিশ্বাস ছিল। কিন্তু, একটা প্রেস রিলিজ আমার হৃদয়কে ক্ষত-বিক্ষত করে দিয়েছিল।'

বিএনপি ওসমান পরিবারের ওপর কতাটা অত্যাচার করেছে তার বিবরণ দিয়ে তিনি বলেন, 'অনেকে বলছেন, নৌকা না পেলে এটা হতো, সেটা হতো। মুখে লিপস্টিক মেখে পুরুষ মানুষ কথা বলেন। সেই লিপিস্টিকওয়ালাদের বলতে চাই, নারায়ণগঞ্জ নৌকার ঘাটি, নারায়ণগঞ্জ শেখ হাসিনার ঘাটি, নারায়ণগঞ্জ বঙ্গুবন্ধুর ঘাটি, নারায়ণগঞ্জ মুক্তযুদ্ধের সপক্ষের ঘাটি। এখানে অন্য কোনো খেলা খেলার চেষ্টা করবেন না।'

'বিএনপি-জামাত বলবে তো বলবে। কিন্তু সঙ্গে থেকে যারা বলে, এটা কিন্তু দলের জন্য ক্ষতিকর। এটা প্রার্থীর জন্যও ক্ষতিকর, নৌকার জন্যও ক্ষতিকর। কে প্রার্থী, হু কেয়ার। কলা গাছ না আম গাছ, সেটা দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় একটাই, এইটা আমার স্বাধীনতার নৌকা, এইটা আমার জাতির পিতার নৌকা, এইটা আমার শেখ হাসিনার নৌকা, এইটা আমার বঙ্গবন্ধু পরিবারের নৌকা, এইটা আমাদের রক্ত দিয়ে গড়া নৌকা …।'

'আপনাকে গদফাদার কেন বলা হয়?' এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কারো যদি ইচ্ছে হয় আমাকে গদফাদার বলতে তো বলবেন। ২ দিন আগে ইচ্ছে হয়েছে ফাদার বলতে, বলেছেন। ৩ দিন আগে মনে হয়েছে ব্রাদার বলতে, বলেছেন। তবে যে যাই বলেন, গডমাদার বইলেন না। কারণ আমি পুরুষ মানুষ। এসব গালি শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গেছি। তাই এসবে আমি এখন ড্যাম কেয়ার।'

তৈমূরকে সমর্থন দেওয়ার বিষয়ে সেলিনা হায়াৎ আইভীর অভিযোগের বিষয়ে শামীম ওসমান বলেন, 'নির্বাচন করতে গেলে অনেক সময় মাথার স্ক্রু ঠিলা হয়ে যায়। উনি বলছেন সেটা ওনার বিষয়। আমি যদি তার প্রশ্নের উত্তর দিতে যাই, তাহলে তার নির্বাচনে ইফেক্ট ফেলবে।'

Comments

The Daily Star  | English

Anontex Loans: Janata in deep trouble as BB digs up scams

Bangladesh Bank has ordered Janata Bank to cancel the Tk 3,359 crore interest waiver facility the lender had allowed to AnonTex Group, after an audit found forgeries and scams involving the loans.

6h ago