বিএনপির সমাবেশ দুপুরে, নয়াপল্টনে হাজারো মানুষ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বর্তমানে প্রায় ১৫-২০ হাজার মানুষ জমায়েত হয়েছেন। ছবি: এমরান হোসেন/স্টার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।

কেন্দ্রীয়ভাবে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও, সকাল ৯-১০টা থেকেই জড়ো হতে থাকেন দলটির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

সমাবেশ স্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী এমরান হোসেন জানান, নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বর্তমানে প্রায় ১৫-২০ হাজার মানুষ জমায়েত হয়েছেন। তারা কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন। তবে রাস্তার বিপরীত লেনে গাড়ি চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে আছে পুলিশের একাধিক টিম।

তিনি আরও জানান, সেসময় প্ল্যাকার্ড-ফেস্টুন উড়িয়ে বিএনপি নেতা-কর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তবে এখন পর্যন্ত সমাবেশ স্থলে কোনো জ্যেষ্ঠ নেতার আগমন ঘটেনি।

বিএনপি সূত্রে জানা গেছে, এর আগে বিএনপি ৮ দিনের কর্মসূচি ঘোষণা করে। এরই অংশ হিসাবে আজ সব বিভাগীয় সদরে এ সমাবেশ হচ্ছে। নয়াপল্টনের সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রামের কেভি সংলগ্ন বাকুলিয়া মাঠে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, খুলনা মহানগর বিএনপি অফিসের সামনে গয়েশ্বর চন্দ্র রায়, ময়মনসিংহ শহর রেলওয়ে স্টেশন চত্বরে নজরুল ইসলাম খান, সিলেট মহানগর রেজিস্ট্রার মাঠে আমির খসরু মাহমুদ চৌধুরী, রংপুর মহানগর বিএনপি অফিসের সামনে ইকবাল হাসান মাহমুদ টুকু এবং রাজশাহী মহানগরের বাটারমোড়ের সমাবেশে আব্দুল্লাহ আল নোমান অংশ নেবেন।

Comments

The Daily Star  | English
Civil society in Bangladesh

Our civil society needs to do more to challenge power structures

Over the last year, human rights defenders, demonstrators, and dissenters have been met with harassment, physical aggression, detainment, and maltreatment by the authorities.

8h ago