পূজামণ্ডপে হামলা যৌথ প্রযোজনার নাটক: খন্দকার মোশাররফ

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলার ঘটনাকে ‘যৌথ প্রযোজনার নাটক’ বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
খন্দকার মোশাররফ হোসেন। স্টার ফাইল ছবি

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলার ঘটনাকে 'যৌথ প্রযোজনার নাটক' বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আজ শনিবার দুপুরে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ বলেন, 'এখানে একজন বলেছেন যে, নিজেরদের ঘরে নিজেদের মধ্যে আগুন লেগেছে। তা না হলে দুর্গাপূজার সময়ে আমাদের কুমিল্লায় এই ধরনের ঘটনা ঘটতে পারে না। এই বাংলাদেশ ৯০ ভাগ মুসলমানের দেশ কিন্তু অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে। এখানে এসব ঘটনা ঘটতে পারে না।'

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে এই আলোচনা অনুষ্ঠান হয়।

খন্দকার মোশাররফ বলেন, 'এটা একটা ষড়যন্ত্র। এটা তাদের একটা অপকৌশল ছিল। আসলে এটা ছিল জনগণের দৃষ্টি অন্যখাতে প্রবাহিত করার জন্য এবং এবং হিন্দু-মুসলমানদের মধ্যে অশান্তি সৃষ্টি করে অন্য দেশে রাজনীতিতে এটার সুবিধা নেওয়ার জন্য—এই যৌথ প্রযোজনায় নাটকটা করা হয়েছে। কিন্তু নাটকে সরকারের ক্ষতি হয়েছে, ধরাও পড়েছে সরকার।'

কুমিল্লার পূজামণ্ডপের প্রসঙ্গ টেনে খন্দকার মোশাররফ বলেন, 'যে দেশে একটি থানায় মানুষ জিডি করতে গেলে ওসি বলে যে, আওয়ামী লীগের এমপিকে জিজ্ঞাসা করতে হবে, আওয়ামী লীগের উপজেলা প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করতে হবে, তারপরে জিডি হবে। একজন ওসি এভাবে কোরআন শরীফ মণ্ডপ থেকে উদ্ধার করে লাইভ করছে, ফেসবুকে দেখেছে সকলে।'

'যদি এটা ওসি না হয়ে অন্য কেউ করত তার অবস্থা আজকে কী হতো? যে ওসি জিডি নিতে সাহস পায় না সে কোরআন শরীফ নিয়ে নাটক করছে কাদের নিয়ে?'

তিনি বলেন, 'হিন্দু নেতারা বলেছেন, কুমিল্লায় আওয়ামী লীগের এমপির এখানে ইন্ধন আছে। যদি সরকারের ইন্ধন না থাকবে তাহলে ওই থানার ওসি এটা জানার সঙ্গে সঙ্গে এটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করত। এটা না করে সে ফেসবুকে দিয়ে প্রচার করেছে। সরকারের মদদেই এটা করা হয়েছে।'

'ফেনীর মন্দিরের পুরোহিত সাহেব বলেছেন—আমি এসপিকে বলেছি, বিভিন্ন মহলে বলেছি যে এখানে ঘটনা ঘটতে পারে। শহরে ও উপজেলায় এত বিজিবি, পুলিশ থাকার পরও তারা ঘটনাস্থলে সময়মত আসতে পারেনি। কারণটা কী? অর্থাৎ এগুলো প্রমাণ করে সরকার নিজে ঘটনা ঘটিয়ে জনগণের দৃষ্টি ভিন্নখাতে সরাতে চাচ্ছিল। কিন্তু তারা সফল হয় নাই।'

জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপি ও নবীন দলের নেতারা বক্তব্য রাখেন।

Comments

The Daily Star  | English
Gold price makes new record

Gold price hits new record again

Jewellers are selling each bhori of gold at Tk 119,637 from 7pm today

42m ago