নির্যাতন-নিপীড়নের প্রতিউত্তর জনগণই দেবে: ফখরুল

জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরানো হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্যাতন-নিপীড়নের প্রতিউত্তর জনগণই দেবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ফটো

জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরানো হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্যাতন-নিপীড়নের প্রতিউত্তর জনগণই দেবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

গত ২২ ডিসেম্বর হবিগঞ্জের সমাবেশে পুলিশের গুলিতে গুরুতর আহত হন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন। প্রথমে তাকে হবিগঞ্জের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়।

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসকদের কাছ থেকে রাজিবের শারীরিক অবস্থার সম্পর্কে খোঁজ-খবর নেন।

গণমাধ্যমকে ফখরুল বলেন, 'এই সরকার মূলত সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী এক নায়কতন্ত্রের বিশ্বাসী একটি সরকার। তারা কোনো ধরনের ভিন্নমত বা ভিন্ন চিন্তা-ভাবনা সহ্য করে না। যার ফলে তারা গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধবংস করে দিয়ে এবং অন্যায়ভাবে, বেআইনিভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষত পুলিশকে ব্যবহার করে তাদের ক্ষমতাকে ধরে রাখতে চায়। দেশে একদলীয় শাসন ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করতে চায়—সেই লক্ষ্যেই তারা কাজ করে চলেছে।'

'আপনারা নিজেরা দেখেছেন, তার (রাজিব) সমস্ত শরীর গুলিবিদ্ধ হয়েছে। তার চোখটা বেঁচে গেছে। তবে মুখে-পিঠে-বুকে সমস্ত জায়গায় গুলিবিদ্ধ হয়েছে। এটা আমাদের কাছে মনে হয়েছে যে, এটা হত্যার উদ্দেশ্যে এই ধরনের গুলিবর্ষণ করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

The war that we need to know so much more about

Our Liberation War is something we are proud to talk about, read about, and reminisce about but have not done much research on.

8h ago