রাজনীতি

চেয়ারম্যানের গাড়ির চাবি কেড়ে নেওয়ার অভিযোগ ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন আখতারের বিরুদ্ধে উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ির চাবি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
গাড়ির চাবি কেড়ে নিয়ে চালক আমির আলীকে মারধরের অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন আখতারের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন আখতারের বিরুদ্ধে উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ির চাবি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

সেইসঙ্গে ওই গাড়ির চালককে তার লোকজন মারধর করেছে বলেও অভিযোগ করেছেন গাড়িচালক আমির আলী।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি উপজেলা পরিষদে গাড়িতে বসে ছিলাম। ভাইস চেয়ারম্যান ফোন করে আমাকে তার কক্ষে ডাকলে সেখানে যাই। তিনি আমার কাছ থেকে গাড়ির চাবি কেড়ে নিয়ে চলে যান। এর পর আনুমানিক দুপুর ১২টার দিকে তার লোকজন আমাকে মারধর করে আহত করে। আমি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছি।'

এ বিষয়ে ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার ডেইলি স্টারকে বলেন, 'আমি গাড়ির চাবি নিয়েছি এবং বিষয়টি তখনই জেলা প্রশাসককে জানিয়েছি।'

তিনি আরও বলেন, 'আমি পরিষদের একজন সদস্য। সেই হিসেবে আমারও পরিষদের গাড়ি ব্যবহারের অধিকার আছে। আমি বিভিন্ন সময় গাড়ি চাইলেও আমাকে দেওয়া হয় না।'

তবে, তার লোকজন গাড়ির চালককে মারধর করেননি বলে দাবি করেন তিনি।

তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বলে জানান।

এ বিষয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি বলেন, 'ভাইস চেয়ারম্যানের গাড়ি ব্যবহারের কোনো বিধান বা আইনগত এখতিয়ার নেই। সরকারি কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে ব্যক্তিগত গাড়ি ভাড়া নিতে পারবেন। এ ক্ষেত্রে সরকারিভাবে টিএ-ডিএ দেওয়ার নিয়ম আছে।'

Comments

The Daily Star  | English

Pak PM lauds Bangladesh’s economic progress

Says ‘we feel ashamed when we look towards them’

1h ago