চকরিয়া পৌর নির্বাচন: এমপিকে নির্বাচনী এলাকায় না যেতে চিঠি

চকরিয়া পৌরসভার নির্বাচনী এলাকায় বিচরণ না করে নিজ বাসভবনে অবস্থান করার জন্য অনুরোধ জানিয়ে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। আজ রোববার চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও চকরিয়া পৌরসভার সাধারণ নির্বাচন-২০২১ এর রিটার্নিং অফিসার সৈয়দ শামসুল তাবরীজ সংসদ সদস্যের ঠিকানায় চিঠি পাঠিয়েছেন।
Coxsbazar_DS_Map.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

চকরিয়া পৌরসভার নির্বাচনী এলাকায় বিচরণ না করে নিজ বাসভবনে অবস্থান করার জন্য অনুরোধ জানিয়ে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। আজ রোববার চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও চকরিয়া পৌরসভার সাধারণ নির্বাচন-২০২১ এর রিটার্নিং অফিসার সৈয়দ শামসুল তাবরীজ সংসদ সদস্যের ঠিকানায় চিঠি পাঠিয়েছেন।

এতে বলা হয়, 'যেহেতু আপনি একজন সংসদ সদস্য তাই কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ নির্বাচন আচরণবিধির পরিপন্থী। ইতোমধ্যে নৌকা প্রতীকের প্রার্থী আপনার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন রিটার্নিং কর্মকর্তার বরাবরে। যেহেতু আপনি চকরিয়া পৌরসভার ভোটার সেহেতু এমতবস্থায় নিবার্চন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে আপনার ভোটাধিকার প্রয়োগ করার পর নির্বাচনী আচরণবিধি মেনে চকরিয়া পৌরসভা এলাকায় বিচরণ না করে আপনার নিজ বাসভবনে অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আপনার নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী আপনার বাসভবন এলাকায় মোতায়েন করা হবে।'

সংসদ সদস্যের পক্ষে চিঠিটি গ্রহণ করা হয়েছে বলে শামসুল তাবরীজ দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

আগামীকাল অনুষ্ঠেয় চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্ধন্ধিতা করছেন আওয়ামী লীগ সমর্থিত আলমগীর চৌধুরী (বর্তমান মেয়র) ও নাগরিক পরিষদের ব্যানারে জিয়াবুল হক। জিয়াবুল হক সংসদ সদস্য জাফর আলমের আপন ভাতিজা ও চকরিয়া পৌরসভার কাউন্সিলর।

গত ১১ এপ্রিল প্রথম দফায় ৩৫০টির বেশি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ করতে চেয়েছিল নির্বাচন কমিশন। করোনা মহামারির কারণে সে সময় ৬ জেলার ২৩টি উপজেলায় ১৬১টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ স্থগিত করা হয়। আগামীকাল স্থগিত ১৬১টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাশাপাশি ৯টি পৌরসভার ভোটগ্রহণ করবে ইসি। ৯টি পৌরসভার সবকটিতে এবং ১৬১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১১টিতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট শেষে শুরু হবে গণনা। বাকি ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিষয়ে চলতি মাসের শেষ সপ্তাহে সিদ্ধান্ত হবে।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

1h ago