খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে জেলা প্রশাসক বরাবর বিএনপির স্মারকলিপি কর্মসূচি

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে আগামী বুধবার সারাদেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেবে বিএনপি।
জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তার সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: এমরান হোসেন/স্টার

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে আগামী বুধবার সারাদেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেবে বিএনপি।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, 'আগামী বুধবার আমরা সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্মারকলিপি দেব। এতে যদি তার মুক্তি না হয়, তাহলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।'

মির্জা ফখরুল আরও বলেন, 'আমাদের সামনে এখন আর কোনো পথ খোলা নেই। আমাদের সামনে একটাই পথ আন্দোলন, আন্দোলন, আর আন্দোলন। এ আন্দোলনকে তীব্র করে সামনের দিকে আরও বেগবান করতে হবে।'

জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তার সুচিকিৎসার দাবিতে সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন। ছবি: এমরান হোসেন/স্টার

এর আগে, সকাল ৯টার দিকে প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন বিএনপির হাজারো নেতা-কর্মী। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এ বিক্ষোভ সমাবেশ সকাল সাড়ে ১১টার দিকে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম ও আমানউল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ইশরাক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Comments

The Daily Star  | English

Pollution claims 2.72 lakh lives in one year

Alarming levels of air pollution, unsafe water, poor sanitation, and exposure to lead caused over 2.72 lakh premature deaths in Bangladesh in 2019.

3h ago