
কক্সবাজারের বকখালী নদীর তীরবর্তী ম্যানগ্রোভ বন দখল ও ধ্বংস বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে ২ সচিবসহ ১০ জনকে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)।
গত ৯ জানুয়ারি কক্সবাজারের কোস্তুরীঘাট এলাকার ৮ একর বনভূমি দখল করে রাতারাতি ৩০ হাজার গাছ কাটা হয়েছে উল্লেখ করে আজ ওই নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে ভূমি মন্ত্রণালয়, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের ২ সচিবসহ বন বিভাগের প্রধান সংরক্ষক, পরিবেশ বিভাগের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারকে এর কারণ জানতে চাওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ম্যানগ্রোভ বন দখল ও ধ্বংস করা হচ্ছে। যা কর্তৃপক্ষের ব্যর্থতার ইঙ্গিত।
উপকূলীয় অঞ্চল, ম্যানগ্রোভ বন এবং কক্সবাজারের টিলাকে পরিবেশগতভাবে সংকটজনক এলাকা ঘোষণা করা হয়েছে। তাই অপরাধীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে বেলা।
Comments