
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে অবৈধভাবে মজুদ ৯ হাজার ১৬৮ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা।
আজ শনিবার দুপুরে মেসার্স সালাউদ্দিন স্টোর থেকে এই তেল জব্দ ও জরিমানা করা হয়।
অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমীনের নেতৃত্বে র্যাব-৯ এর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
জব্দকৃত তেলের বোতলে আগের মূল্য লেখা থাকলেও সেগুলো নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল।
মো. আল আমীন বলেন, 'দোকানের মালিক সালাউদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি জব্দকৃত তেল উপস্থিত জনসাধারণের মাঝে বোতলের গায়ের লেখা মূল্যে বিক্রি করা হয়েছে।'
Comments